Coxsbazarkontho.com » কক্সবাজারে শিল্পমন্ত্রী-দেশে লবণের আমদানি হবেনা

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ৩রা আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ

বুধবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৭-০৫ ১৬:৫১:৩২

কক্সবাজারে শিল্পমন্ত্রী-দেশে লবণের আমদানি হবেনা


শফিউল্লাহ শফি: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশে লবনের কোন ঘাটতি নেই। এই দেশে চাহিদার তুলনায় আরও অতিরিক্ত লবন উৎপাদন হচ্ছে। সুতরাং বিদেশ থেকে লবন আমদানি করা হবে না। দেশের উৎপাদিত লবন দিয়েই চাহিদা পূরণ করা হবে। মন্ত্রী বলেন, দেশে লবণ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং আয়োডিন ঘাটতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আওয়ামীলীগ সরকার প্রান্তিক চাষিদের কথা মাথায় রেখে লবন নীতিমালা প্রনয়ন করবে চলতি বছর সরকারের সহায়তা ও লবণ চাষিদের পরিশ্রমের ফলে লবণ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।
৫ জুলাই বিকেলে কক্সবাজার শহরের তারকামানের এক হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে লবণ চাষ ও আয়োডিনযুক্তকরণ সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী আরও বলেন, ২০১৮-১৯ অর্থ অর্থবছরে লবণের চাহিদা ছিল ১৬ দশমিক ৫৭ লক্ষ মেট্রিক টন। ১৮ লক্ষ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা বিপরীতে মাঠে নেমে মৌসুম শেষে উৎপাদন হয়েছে ১৮ দশমিক ২৪ লক্ষ মেট্রিক টন। চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হওয়ায় বর্তমানে দেশে লবণের কোন ঘাটতি নেই। বিসিকের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. মোশতাক হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় শিল্পমন্ত্রী দেশে চাহিদা ও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি লবণ উৎপাদন হওয়ায় লবণের কোন ঘাটতি নেই বলে জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আযহায় (কোরবানির ঈদে) চামড়া শিল্পে লবণ ব্যবহারের পরও সারা বছর উদ্বৃত্ত থাকবে। তাই দেশে লবণ আমদানীর প্রশ্নই উঠেনা। লবন অমাদনির কোন প্রয়োজন নাই। উল্টো বাংলাদেশ থেকে লবণ রপ্তানির সময় এসেছে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি বিভাগের প্রধান পিয়ালী মুস্তাফী, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন বিসিকের পরিচালক (সিআইডিডি প্রকল্প) মো. আতাউর রহমান সিদ্দিকী। এছাড়া কর্মশালায় বিস্তারিত তথ্য উপস্থাপন করেন ইউনিসেফ এর নিউট্রিশন অফিসার ডা. আইরিন আখতার চৌধুরী।

আরো সংবাদ

আর্কাইভ ক্যালেন্ডার
সেপ্টেম্বর ২০১৯
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০