ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৩-২৪ ১২:০৮:০১

ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের বস্ত্র বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জসিম সিদ্দিকী, কক্সবাজার : অগ্নিকান্ডের শিকার কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বুধবার (২৪ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে তিনি বালুখালীতে পৌঁছেন। এরপর পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল র‌্যাব-১৫ এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের উদ্দেশ্যে বলেন, আপনারা অনেকে স্বজন হারিয়েছেন অনেকের সর্বস্ব পুড়ে গেছে। আমরা আপনাদের সমবেদনা জানাতে এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের আশ্রয় দিয়েছেন তিনি আপনাদের পাশে আছেন। আপনাদের পূবের অবস্থায় ফিরে যেতে সরকার সবকিছু করছে।

এসময় কক্সবাজার সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (২২) মার্চ বিকাল ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকা-েরর সূত্রপাত হয়। এতে নিঃস্ব হয়েছে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা। অগ্নিকা-ে ১৫ জনের প্রাণহানির খবর প্রাথমিকভাবে পাওয়া জানাগেছে। এ সময় বেশ কিছু এনজিও অফিস এবং এপিবিএনের একটি পুলিশ ব্যারাকও ভস্মীভূত হয়েছে। এ ঘটনার পর পুলিশ ৮ রোহিঙ্গাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

একই সঙ্গে আহত হয়েছেন ৫০০ রোহিঙ্গা এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০০ জন। এ ছাড়া এ অগ্নিকা-ের ঘটনায় ১০ হাজার পরিবারের ৪৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ (আইএসসিজে) বিষয়টি নিশ্চিত করেছে।

কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা তদন্তে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ড দুর্ঘটনা নাকি নাশকতা এ নিয়ে একাধিক সংস্থা তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, বাজার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে রোহিঙ্গারা।

তবে তদন্ত কমিটির মাধ্যমে আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। ৩ দিনের মধ্যে গঠিত তদন্ত কমিটি অগ্নিকা-ের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন সরকারের কাছে জমা দিবেন।

উখিয়ার বালুখালীতে রোহিঙ্গাদের বসতঘর, দোকানপাট ও বিভিন্ন সংস্থার একাধিক অফিস পুড়ে বিরাণভূমিতে পরিণত হয়েছে। চারপাশে কেবল আগুনে পোড়া ধ্বংসস্তূপ। তবে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকা- নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেনো নানা কল্পনা-জল্পনার শেষ নেই।

স্থানীয়রা জানান, ক্যাম্প ঘিরে রয়েছে বাজার নিয়ন্ত্রণ, মাদক কারবার, অস্ত্র কারবার ও আধিপত্যের লড়াই। অগ্নিকা-ে ঘরবাড়ি হারানোদের দাবি, এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিত ঘটনা।

এদিকে প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো। ক্যাম্পে মাদক বিক্রি এবং মাদকের টাকার ভাগবাটোয়ারা নিয়েও ঘটেছে মারামারি খুনাখুনি। তাদের এসব কর্মকা- প্রতিরোধ, নজরদারি এবং রোহিঙ্গাদের নিজের দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতাসহ নানা উদ্যোগ হাতে নিয়ে সরকার ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ৭ লাখ ৪১ হাজার ৮৪১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে থেকে ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার। ইতোমধ্যে বিভিন্ন ধাপে প্রায় ১৩ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যেতে আগ্রহ প্রকাশ করে অপেক্ষায় রয়েছে আরও ৫০ হাজার রোহিঙ্গা।

উপরন্তু রোহিঙ্গাদের কারণে প্রতিনিয়ত স্থানীয়ভাবে নানা সঙ্কট ও সমস্যা জটিল আকার ধারণ করছে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা বর্তমানে প্রায় ১৪ লাখের বেশি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বছরে গড়ে জন্ম নিচ্ছে ৩০ হাজারেরও বেশি শিশু। বাংলাদেশের প্রায় ১০ হাজার একর বনভূমি ব্যবহার করছে আশ্রিত এ রোহিঙ্গারা।

আরো সংবাদ