অপরাধ জগতের মাফিয়া ডন বার্মায়া শুক্কুর ও ফয়সাল অধরা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-০৯-৩০ ২০:৪৫:৩৩

অপরাধ জগতের মাফিয়া ডন বার্মায়া শুক্কুর ও ফয়সাল অধরা

জিয়াবুল হক, টেকনাফ : টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের অপরাধ জগতের মাফিয়া ডন ইয়াবা ব্যবসায়ী বার্মায়া শুক্কুর ও ফয়সাল এখনো অধরা রয়েছে। এই দুই ইয়াবা ডন প্রকাশ্যে বিচরণ পরিলক্ষিত হলেও আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসছে না। মিয়ানমার ঘেষা নাফনদীর কিনারা শাহপরীরদ্বীপের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শুক্কুর ও ফয়সালকে স্থানীয় প্রশাসন এখনো গ্রেফতার না করায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে। ইয়াবা গডফাদার বার্মায়া শুক্কুর ও ফয়সালের নাম স্থানীয় প্রশাসনের খাতায় বরাবর থাকলেও কেন তিনি পুলিশের জালে আটকা পড়ছে না এমন প্রশ্ন সচেতন মহল ও শাহপরীরদ্বীপের সুশীল সমাজের। স্থানীয় বিভিন্ন সংস্থার প্রতিবেদনে তাদের নাম ইয়াবা গডফাদার হিসেবে রয়েছে। তার পরও কেন ও কোন অদৃশ্যের ইশারায় এ দুই ইয়াবার ডন প্রকাশ্যে দিন দুপুরে ঘুরে বেড়াচ্ছে এসবের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার বার্মায়া শুক্কুর ও ফয়সালকে পুলিশ গ্রেফতার করতে চেষ্টার ত্রুটি নেই বলে জানান, শাহপরীরদ্বীপ অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক বিশ্বাস। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অভিযোগ করে বলেছেন, শাহপরীরদ্বীপ অস্থায়ী পুলিশ ফাঁড়ির সামনে থেকে প্রতিনিয়ত চলাচল করলেও কোন প্রশাসনের সদস্যগন তাদের গ্রেফতার না করে বরং নানা ভাবে সেই সব প্রশাসনের সদস্যদের কাছ থেকে সহযোগিতা নিয়ে চলছে। ইয়াবা সম্রাট বার্মায়া শুক্কুর ও ফয়সালের দাপটে কোনঠাসা হয়ে পড়েছে দ্বীপের সাধারণ মানুষ। প্রতিনিয়ত তাদের বিভিন্ন অপকর্মে এলাকার সর্বন্তরের মানুষ অতিষ্ট। ইয়াবা সম্রাট বার্মায়া শুক্কুর টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার দুদু মিয়ার ছেলে বার্মায়া শুক্কুর ও একই এলাকার ধইল্লার ছেলে ফয়সাল বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শাহপরীরদ্বীপের আরেক ইয়াবা ডন ইব্রাহীম টেকনাফ থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলেও বাকি ইয়াবা ডন বার্মায়া শুক্কুর ও ফয়সাল বীরদর্পে টেকনাফ ও শাহপরীরদ্বীপের কতিপয় নেতার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানীর সাথে জড়িয়ে পড়লেও আইন শৃংখলা বাহিনীর ধরাছোয়ার বাইরে থাকায় বেপরোয়া হয়ে দিনের পর দিন ইয়াবার চালান পাচার করে আসছে। অথচ এই দুই ইয়াবা ডন পুলিশের খাতায় স্বরাষ্ট্র মন্ত্রাণলয়ের তালিকাভোক্ত হলেও এখনো তারা আটক না হওয়ায় এলাকাবাসী হতাশা বিরাজ করছে। অনুসন্ধানে জানা যায়, শাহপরীরদ্বীপের ইয়াবা ব্যবসায়ী ইব্রাহীম বন্দুকযুদ্ধে নিহত হলে তার ইয়াবার পাটর্নার বার্মায়া শুক্কুর মাদক ব্যবসার লেনদেনের টাকা ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে সমগ্র জাতিকে বেশ আতংকিত করে তুলেছে মরণ নেশা ইয়াবা। বতর্মান সময়ের চ্যালেঞ্জ মাদক নির্মূল করে যুব সমাজকে রক্ষা করা। স্বরাষ্ট্রমন্ত্রণালয় মাদকের বিরুদ্ধে যোদ্ধ ঘোষণা করলে টেকনাফ উপজেলা আইনশৃঙ্খলাবাহিনীর মাধ্যমে বন্দুকযুদ্ধে প্রায় দেড় শতাদিক ইয়াবা ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়। কিন্তু মিয়ানমার ঘেষা শাহপরীরদ্বীপের ইযাবা ব্যবসায়ীরা এখনো স্থানীয় প্রশাসনের সদস্যদের হাতে আটক না হওয়ায় হতাশা বিরাজ করছে এলাকাবাসীর কাছে। দীর্ঘদিন প্রশাসনের সঙ্গে আতাত করে প্রকাশ্যে রমারম মাদকপাচার, মানবপাচার ও বার্মা টাকার হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে বীরদর্পে বার্মায়া শুক্কুর। অনুসন্ধানে আরো জানা যায়, বার্মার মন্ডু শহর থেকে স্বপরিবারে টেকনাফের শাহপরীরদ্বীপ ডেইল পাড়ায় আশি দশকের শেষের দিকে বসবাস করতে শুরু করে। পরিবার এই দেশে আসার পর থেকে বার্মা থেকে সিগারেট, বিয়ার বিদেশী মদ নিয়ে এসে ব্যবসা করতে গিয়ে তার অনেক সহযোগি আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হয়ে জেল কাটে। বতর্মানে তার অনেক বহনকারি ইয়াবা নিয়ে ঢাকা, চট্রগ্রাম ও কক্সবাজার পুলিশের হাতে আটক হয়ে কারাগারে বন্দী আছে। সেই থেকে বহুল সম্পত্তির মালিক বনে গেছে এমন কি বড় বড় ট্রলার রয়েছে কয়েকটি। এই ট্রলার নিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসার সময় বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের হাতে আটক হয়েছিল। এখনো অধরা রয়ে গেছে মাদকসম্রাট বার্মায়া শুক্কুর ও ফয়সাল। কিছুদিন আগে পুলিশের হাতে বন্দুক যোদ্ধে ইব্রাহীম নিহত হলে বের হয়ে আসে বার্মা শুক্কুরের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ। টেকনাফ থানার পরিদর্শক ওসি (তদন্ত) এবিএসএ দোহা জানান, ইয়াবা ব্যবসার সাথে সম্পৃক্ত যে কেউ হউক পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। আমাদের অভিযান অব্যহত আছে। যে কোন সময় ধরা পড়তে হবে।

আরো সংবাদ