অসাম্প্রদায়িক চেতনায় অদম্য গতিতে কক্সবাজার এগিয়ে যাচ্ছে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১০-১৪ ১৭:৪৮:৩৭

অসাম্প্রদায়িক চেতনায় অদম্য গতিতে কক্সবাজার এগিয়ে যাচ্ছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত মেগা প্রকল্প সমুহ সহ কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন কাজ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। যেখানে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ২৩ হাজার কোটি টাকা, সেখানে শুধুমাত্র মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজে ব্যয় হচ্ছে ৫৫ হাজার কোটি টাকা। যা আড়াইটি পদ্মা সেতুর নির্মাণ ব্যয়ের সমান।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বৌদ্ধ ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে কক্সবাজারের স্বনামধন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ কথা বলেন।[the_ad_placement id=”new”]

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার, সাবেক এমপি ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপিকা এ্যাথিন রাখাইন, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিন রাখাইন, ডা. মায়েনু, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি ও কক্সবাজার জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক রাধু বড়ুয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নোবেল বড়ুয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান পাল, ডা. শংকর বড়ুয়া, আরআরকে’র বাবুল বড়ুয়া, কক্সবাজার বৌদ্ধ সমিতির সভাপতি রাবিন্দ্র বিজয় বড়ুয়া, বৌদ্ধ যুব সমিতির সভাপতি পিকু বড়ুয়া, সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া, উখিয়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক মেধু বড়ুয়া, পরিমল বড়ুয়া প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন ।[the_ad id=”36489″]

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো বলেন, জেলা প্রশাসন সরকারের একটি অংশ। সে হিসাবে সরকারের চিন্তা, চেতনা ও পরিকল্পনা জেলা প্রশাসন কক্সবাজারে বাস্তবায়ন করে থাকে। গত দু’বছরে কক্সবাজারে যা উন্নয়ন হয়েছে, আগামীতে এর চেয়ে আরো বেশি উন্নয়ন হবে ইনশাল্লাহ। তিনি বলেন, সম্প্রদায়িক সম্প্রতির তীর্থ ভূমি কক্সবাজার। এই সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় ও হৃদয়ঙ্গম করা হবে।
এ মিলনমেলায় সবাই পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন। পরে সকলকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়। এছাড়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা শীর্ষ স্থানীয় বৌদ্ধ ও রাখাইন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ