আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২৩ ১৮:৩৪:৩৭

আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন,  মিথ্যা পরিচয় দিয়ে বিদেশে অবৈধভাবে গমন করা কিছু কিছু মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক প্রবাসী বাংলাদেশিদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এছাড়া, জেলখানায় বাংলাদেশি নাগরিক ও বাস্ত্যুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আলাদা সেলে রাখার মত ব্যক্ত করেন।

আজ কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় ভূমিমন্ত্রী একথা বলেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য  আশেক উল্লাহ রফিক এবং সংসদ সদস্য জাফর আলম পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের জেলা পর্যায়ের কর্মকর্তসহ জনপ্রতিনিধিরা  উপস্থিত ছিলেন।

পরে একই স্থানে অনুষ্ঠিত জেলা বিশেষ রাজস্ব সংক্রান্ত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন,অনলাইনের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের অর্থ আরও স্বচ্ছতার সাথে দেয়া করা যাবে। মন্ত্রী আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ প্রদানের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মন্ত্রী আরও বলেন ল্যান্ড জোনিং প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। মন্ত্রী এ সময় জোড় দিয়ে বলেন, তিন ফসলী জমিতে চাষাবাদ ছাড়া অন্য কোন ধরণের কাজ করা যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন আছে। সাইফুজ্জামান চৌধুরী জানান ব্রিটিশ ও পাকিস্তান আমলের বিভিন্ন পুরনো আইনের সংস্কার দ্রুত গতিতে এগিয়ে চলছে।

কক্সবাজার জেলার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদবৃন্দ.জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ হাবিবুর রহমান ,পদস্থ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ কানুনগো এবং তহশিলদারগণ।

আরো সংবাদ