আজ আন্তর্জাতিক নার্স দিবস - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০৫-১২ ০৩:৫৩:০৩

আজ আন্তর্জাতিক নার্স দিবস

কক্সবাজার কন্ঠ :  আজ আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে ‘নার্স : এ ভয়েস টু লিড-নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ’। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। ফ্লোরেন্স নাইটিংগেলের জন্ম ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে। তিনি ছিলেন অপূর্ব রূপসী, অন্যদিকে খুবই দয়ালু ও স্নেহপূর্ণ মনের অধিকারী। তাকে ইউরোপের অন্ধকারে আলোকবর্তিকা বলে আখ্যায়িত করা হয়। নাইটিংগেলের বাবা ছিলেন দুটো স্টেটের মালিক এক ধনী ভূস্বামী। নাইটিংগেল যখন কেবল যৌবনে পা দেন, তখন তার ধনী বাবা পুরো পরিবারকে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হন। এই ভ্রমণই তরুণী নাইটিংগেলের চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে।

 

আন্তর্জাতিক নার্স দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ৫ হাজার ৫৪ জন নার্স পদায়ন আরো একটি মাইলফলক। আসুন আমরা সকলেই নার্সদের ধন্যবাদ ও সম্মান জানাই। তারা আমাদের সু-রক্ষার জন্য হাসপাতালে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকট উত্তরণে নার্স পরিবর্তনের এক সহায়ক শক্তি। স্বাস্থ্যসেবা প্রদানে নার্স হচ্ছে সর্ববৃহৎ পেশা। দক্ষ নার্সদের গুরুত্ব অপরিহার্য। আজকের এ দিনে নার্সদের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ