আজ এইচএসসির ফল অনলাইনে - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২১-০১-২৯ ২০:৩৬:৪১

আজ এইচএসসির ফল অনলাইনে

ফরম পূরণের টাকা ফেরত পাবে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা

কক্সবাজার কন্ঠ ডেস্ক : ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাবে না। এবার এসএমএস বা অনলাইনে প্রকাশিত হবে ফল। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় বা জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে একথা হয়।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ফল যাবে না। তাই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করা যাবে না। যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফল পেতে HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। এছাড়া এই www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

আরো সংবাদ