"আমরা ৯৩" এর কক্সবাজার সফর - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-০২-১৩ ০৮:২১:১৬

“আমরা ৯৩” এর কক্সবাজার সফর

আমরা ৯৩ কক্সবাজারে

বার্তা পরিবেশক : রাজধানী ঢাকাস্থ শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ সালের এসএসসি ব্যাচের ১২ জন সদস্য কক্সবাজার ভ্রমণে এসেছে।

গত ১১ ফেব্রুয়ারি তারা নভোএয়ার যোগে ঢাকা থেকে কক্সবাজার এসে পৌঁছান।তারা কক্সবাজারের ইনানীতে অবস্থিত এশিউর গ্রুপের কটেজ  ডেরা’য় ওঠেন।আমরা ৯৩" এর কক্সবাজার সফর

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের “আমরা ৯৩” এর সদস্যরা দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণের মাধ্যমে দীর্ঘ প্রায় ৪০ বছরের বন্ধুত্বকে দৃঢ় করে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এর আগে তারা সিলেট, পঞ্চগড় ও মানিকগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণসহ ঢাকা ও এর আশেপাশের বেশ কয়েকটি রিসোর্টে সপরিবারে পুনর্মিলনীর আয়োজন করে। এবার তারা এশিউর গ্রুপের সিইও আরিফুর রহমান সজল (৯৩) এর আমন্ত্রণে কক্সবাজার ভ্রমণে আসে। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ২০০০ সালে ঢাকায় প্রথম পুনর্মিলনীর মাধ্যমে তারা “আমরা ৯৩” নামে আত্মপ্রকাশ করে।

আমরা ৯৩" এর কক্সবাজার সফর

আমরা ৯৩” এর কক্সবাজার সফর

পরবর্তীতে তারা “আমরা ৯৩” ব্যানারে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে তারা বিভিন্ন ঈদে পথ শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ, পবিত্র রমজানে ইয়াতিম বাচ্চাদের সাথে ইফতারের আয়োজন, এতিমখানায় আর্থিক সহায়তা প্রদান, অসুস্থ বন্ধুদের আর্থিক সহায়তার মাধ্যমে সহযোগিতা করাসহ করোনা মহামারীতে দুস্থদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এর মতো সেবামূলক কাজ করেছে।

আমরা ৯৩" এর কক্সবাজার সফর

“আমরা ৯৩” এর কক্সবাজার সফর

ভবিষ্যতেও বৃহৎ পরিসরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা আছে “আমরা ৯৩”ব্যাচের সদস্যদের। বর্তমানে এই গ্রুপের সদস্য সংখ্যা ৬৮ জন।

কক্সবাজার ভ্রমণে আসা “আমরা ৯৩” এর সদস্যরা হলেন আরিফুর রহমান সজল, মোঃ সাখাওয়াত হোসেন শিমুল , মোহাম্মদ রিজাউর রহমান পলাশ, মোহাম্মদ শহীদুল আলম কাজল, মোহাম্মদ গোলাম হায়দার শুভ, মোঃ শফিকুল আলম, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ জিয়াউর রহমান, আবুল হাসনাত, কাজী মোহাম্মদ রাফি, ফুয়াদ আহমেদ তালুকদার বুলবুল এবং মুহম্মদ জসীম উদ্দিন সুমন।

আরো সংবাদ