আলেম-ওলামাগণের কর্মসংস্থান শেখ হাসিনার অবদান - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৫-১৩ ১৬:৪৯:০৪

আলেম-ওলামাগণের কর্মসংস্থান শেখ হাসিনার অবদান

আলেম-ওলামাগণের কর্মসংস্থান : শেখ হাসিনার অবদান উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছানোর নিমিত্ত আলেম-ওলামার কর্মসংস্থান করা প্রয়োজন। বিশেষ করে দীনি দাওয়াত ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ওলামায়ে কিরামগনের কর্মসংস্থান করার পর্যাপ্ত সুযোগ রয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে প্রায় ৮০হাজার আলেম-ওলামাকে ইতোমধ্যে সম্মানী ভাতার ভিত্তিতে কর্মসংস্থান করা হয়েছে। প্রায় ২ হাজার ২শ ৭২ কোটি টাকার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পটি সারাদেশের আলেম-ওলামার কর্মসংস্থান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে। সারাদেশে প্রায় ৩ লক্ষ মসজিদ, ১০ হাজার এমপিওভুক্ত এবং ৪ হাজার বেসরকারি আলিয়া, ৭ হাজার কর্মী, ৭ হাজার ইবতেদায়ী মাদরাসা, ৫ হাজার খানকাহ রয়েছে। এছাড়া ১ লক্ষ ৯০ হাজার মক্তব এবং কয়েক হাজার ওয়াকফ স্টেট আছে। এসব জনবলকে নূন্যতম সম্মানীর ভিত্তিতে কর্মসংস্থান করা গেলে জনমনে সরকার সম্পর্কে অত্যন্ত ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। ধর্মীয় সেক্টরে আলেম-ওলামাগণের আরো কর্মসংস্থান করা গেলে কতিপয় সুফল অর্জিত হবে। এক. আলেম-ওলামাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে, দুই. নৈতিকতা ও মূল্যবোধ অর্জনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সচেতনতা সৃষ্টি হবে, তিন. সরকারের প্রতি আলেম-ওলামাদের ইতিবাচক ধারণা তৈরি হবে, চার. ধর্মকে ব্যবহার করে ক্ষমতা দখলের তৎপরতা হ্রাস পাবে, পাঁচ. সামাজিক উন্নয়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে, ছয়. সার্বিক কার্যক্রম সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ সহায়ক হবে। ইসলামিক ফাউন্ডেশন এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে আলেম-ওলামাদের আত্ম-কর্মসংস্থানমূলক প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে আলেম-ওলামাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়া বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করতে উদ্যোগ অব্যাহত রয়েছে। তথ্যসুত্রঃ- জনাবা ফাহমিদা বেগম, উপ-পরিচালক, জনাব সরওয়ার আকবর, সহকারি উপ-পরিচালক, ইফা কক্সবাজার জেলা। ও ইফা প্রকাশিত “বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও ইসলামিক ফাউন্ডেশন” গ্রন্থ থেকে।

সংগ্রহে- এম, হেলাল আহমদ রিজভী, কামিল (মাস্টার্স) ফার্স্ট ক্লাস, মাওলানা ভিলা, সোনারপাড়া, উখিয়া, কক্সবাজার।

আরো সংবাদ