ইংরেজি পড়তে না পারায় দুই শিক্ষক বহিস্কার - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১১-৩০ ২১:০২:১০

ইংরেজি পড়তে না পারায় দুই শিক্ষক বহিস্কার

অডিটের সময় ইংরেজি বইয়ের কয়েকটি লাইন পড়তে না পারায় ভারতের উত্তর প্রদেশের দুই শিক্ষককে বহিস্কার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) সিকান্দারপুর সারাউসি এলাকার উন্নাউ নামের স্কুলের ওই দুই শিক্ষককে বহিস্কারের আদেশ ইস্যু করেন জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র কুমার পান্ডে। স্কুলটি পরিদর্শন করা হয়েছিলো গত ২৮ নভেম্বর।

স্থানীয় মৌলিক শিক্ষা অধিকারী প্রদীপ কুমার পান্ডে বলেন, জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র কুমার পান্ডের নেতৃত্বে একটি ইন্সপেকশন হয়। আমিও সেটিতে ছিলাম। ক্লাস সিক্স এবং এইটের শিক্ষার্থীদের হিন্দি বই পড়তে বলা হয়েছে বেশিরভাগ শিক্ষার্থীই পড়তে সক্ষম হয়। কিন্তু যখন ইংরেজিতে পড়তে বলা হয় তখন তাদের অধিকাংশই পড়তে পারেনি, এমনকি কয়েকজন শিক্ষকও ইংরেজিতে পড়ে পরেননি।[the_ad id=”36442″]

তিনি জানান, এরপর জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরাই পড়তে না পারলে শিক্ষার্থীদের পড়াবেন কিভাবে!

তবে বহিস্কৃত দুই শিক্ষকের পরিচয় প্রকাশ করেনি এনডিটিভি। তবে বার্তাসংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে একজন নারী শিক্ষককে ভাঙাভাঙাভাবে ইংরেজি পড়তে দেখা যায়।

আরো সংবাদ