ইরাকে মার্কিন সেনাদের ‘বিদায় ঘণ্টার’ প্রস্তাব পাস - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-০৫ ১৮:২৫:৫২

ইরাকে মার্কিন সেনাদের ‘বিদায় ঘণ্টার’ প্রস্তাব পাস

নিউজ ডেস্ক:  ইরাকের ভূমি থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের বহিষ্কারের প্রস্তাব পাস হয়েছে বাগদাদের সংসদে। ৫ জানুয়ারি দেশটির অন্তর্বর্তী সরকারের ডাকা এক সভায় সংসদ সদস্যদের ভোটে এ প্রস্তাব পাস হয়।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানি জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের এক শীর্ষ মিলিশিয়া নেতাকে হত্যার প্রতিবাদে এই পদক্ষেপ নিলে ইরাকের সংসদ।

ইরাকের পার্লামেন্টে পাস হওয়া ওই প্রস্তাবে বলা হয়েছে, ‌‌‘ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সরকার আন্তর্জাতিক জোটের কাছে সহযোগিতা চেয়ে ইরাকে সেনা রাখার যে অনুরোধ করেছিল তা বাতিল করার প্রস্তাব করবে।’[the_ad id=”36442″]

প্রস্তাবে আরও বলা হয়েছে ‘সরকার অবশ্যই ইরাকের মাটিতে অন্য দেশের সেনা উপস্থিতির অবসান ঘটাতে কাজ করবে এবং যেকোনো কারণে ইরাকের ভূমি, আকাসসীমা অথবা জলপথ ব্যবহার করতে দেবে না।’

ইরাকের রাজনৈতিক নেতাদের আহ্বানে সাড়া দিয়ে পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকেন চার মাসের বিক্ষোভের পর দেশটির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি।

আরো সংবাদ