ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন সেনাদের আর্তচিৎকারের ভিডিও ভাইরাল - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-০৮ ১৯:১০:৩৮

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন সেনাদের আর্তচিৎকারের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক: জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে ইরাকের আরেকটি ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরই মধ্যে হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন প্রকাশিত একটি ভিডিও’তে হামলার পর অনেকের বাঁচার জন্য আর্তচিৎকার করতে শোনা যাচ্ছে।[the_ad id=”36489″]

এদিকে, হামলায় ৮০ জন নিহতের পাশাপাশি ২০০ মার্কিন সন্ত্রাসী আহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, আত্মরক্ষার স্বার্থে আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ভিডিও: দ্য গার্ডিয়ানের সৌজন্যে

আরো সংবাদ