ইলিশ ধরা নিষিদ্ধের ১১ দিনেও চাল পাননি জেলেরা - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০১৯-১০-১৯ ০৬:২৯:৫০

ইলিশ ধরা নিষিদ্ধের ১১ দিনেও চাল পাননি জেলেরা

ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখার সিদ্ধান্তের ১১ দিনেও জেলেরা পাননি কোনো সহযোগিতা। সরকারের দেওয়া মানবিক সহায়তার আওতায় প্রতিজন জেলের জন্য বরাদ্দ করা হয় ২০ কেজি চাল। কিন্তু এখনো তারা সেটা পাননি।

গত ৯ অক্টোবর থেকে শুরু হয়েছে জেলেদের বিশেষ অভিযান, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। বেধে দেওয়া এই সময়ের মধ্যে ইলিশ ধরা, বেচাকেনা, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।[the_ad_placement id=”new”]

জানা গেছে, ইলিশ ধরা বন্ধে স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা প্রশাসন, নৌ বাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও নৌ-পুলিশসহ বিভিন্ন বাহিনী সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত চলছে স্থানীয় বিভিন্ন নদ-নদীতে অভিযান। জেলে আটকসহ জব্দ করা হচ্ছে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ। তবে এখনও সরকারের পক্ষ থেকে কোনও সহযোগিতা না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন জেলেরা।

আরো সংবাদ