ইয়াবা’র কারণে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে মিয়ানমারে - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-০৩ ২০:৪১:১৭

ইয়াবা’র কারণে বছরে ৫০ হাজার কোটি টাকা পাচার হচ্ছে মিয়ানমারে

কক্সবাজার টাইমস: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছেন, ‘বাস্তুচ্যুত করে ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে মিয়ানমার। সেই মিয়ানমার থেকে বছরে ৫০ হাজার কোটি টাকার ইয়াবা আনছে এদেশীয় ইয়াবা কারবারিরা। এটি নিজেদের পায়ে কুড়াল মারার মতো। মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো ট্রলারেন্সে রয়েছে। সেটি বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশ। আজকের আত্মসমর্পণ তারই একটি অংশ। ডিআইজি খন্দকার গোলাম ফারুক আরো বলেছেন, পুলিশ ও কমিউনিটি পুলিশের কেউ মাদকের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তার ঠিকানা হবে কারাগারে। একইভাবে নীরহ কাউকে মাদককারবারি সাজানোর চেষ্টা করলে জড়িত কর্মকর্তাকেও শাস্তির আওতায় আনা হবে। আমরা দুর্নীতির বিরুদ্ধেও কঠোরভাবে হাটছি। ৩ ফেব্রুয়ারি বিকালে টেকনাফ সরকারী কলেজ মাঠে কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, উপজেলা নির্বাহী সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক নুরুল হুদা ও মৌলানা মুফতি কিফায়েত উল্লাহ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ