উখিয়ায় ৩৬৫ টি মসজিদে প্রধানমন্ত্রী অনুদানের চেক বিতরণ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২০-০৫-২৪ ০৩:৪০:১২

উখিয়ায় ৩৬৫ টি মসজিদে প্রধানমন্ত্রী অনুদানের চেক বিতরণ

কক্সবাজার :  উখিয়ায় ৩৬৫ মসজিদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া ৫০০০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ২৩ মে
শনিবার দুপুরে উপজেলা হল রুমে চেক বিতরণ সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী এই চেক বিতরণ করেন।

চেক বিতরণকৃত মসজিদ গুলোর মধ্যে রয়েছে রাজাপালং ইউনিয়নে ১৩৫ টি, রত্না পালং ইউনিয়নে ৩৮ টি, জালিয়াপালং ইউনিয়নে ৫৮টি, হলদিয়া পালং ইউনিয়নে ৯৪ টি, পালং খালি ইউনিয়নে ৪০টি মসজিদ। ৩৬৫ মসজিদে সর্বমোট ১৮ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার প্রত্যেক মসজিদে অবশ্যই সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত করতে হবে। ইসলামী ফাউন্ডেশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী সচেতনতা অবলম্বন করে আমরা সকলে মিলে ঈদের জামাত ও ঈদ উদযাপন করব। এক্ষেত্রে সকল মসজিদের ইমাম, খতিব, মসজিদ পরিচালনা কমিটিকে সচেতন থাকার নির্দেশনা দিয়েছেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা,ইমাম, মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ