এক সাপের দাম ৬০ লাখ! - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-০৭ ০৮:০৩:১২

এক সাপের দাম ৬০ লাখ!

রেড স্যান্ড বোয়া নামের সাপের বেচাকেনা নিষিদ্ধ হলেও আন্তর্জাতিক চোরাবাজারে বহুমূল্যে বিক্রি হয়। এর এক একটি সাপের দাম ৫০ লাখ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৬০ লাখ টাকা। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের নবী মুম্বাই থেকে এই প্রজাতির একটি সাপ উদ্ধার করা হয়েছে। [the_ad_placement id=”after-image”]

নবী মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, যাদব নামের এক ব্যক্তির কাছে থেকে সম্প্রতি এমন একটি সাপ পাওয়া গেছে। একটি বন্যপ্রাণী মার্কেটে সে এই দুষ্প্রাপ্য সাপটি বিক্রি করার চেষ্টা করছিল।

প্রসঙ্গত, রেড স্যান্ডবোয়া সাপের কোনো বিষ থাকে না। এগুলো দেখতেও আর পাঁচটা সাপের থেকে বেশ আলাদা হয়। এর মাথা ও লেজ দুটিই গোল। এরা নিজের গর্তে না থেকে ইঁদুরের গর্তে ঢুকে থাকে। ছোট ছোট প্রাণী খেয়ে জীবন ধারণ করে এরা। এই স্ত্রী সাপ একবারে ছয় বা তার অতিরিক্ত ছানার জন্ম দেয়

আরো সংবাদ