এনআইডি তৈরিকারি দুই রোহিঙ্গা ও দুই দালালকে গ্রেপ্তার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-১৪ ২২:১৫:৫২

এনআইডি তৈরিকারি দুই রোহিঙ্গা ও দুই দালালকে গ্রেপ্তার

টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের অবৈধপন্থায় ডিজিটাল ও ইলেকট্রনিক্স জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে  ভোটার নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করার অভিযোগে দুই রোহিঙ্গা ও দুই দালালকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার এসআই কাঞ্চন দাশের নেতৃত্বে একদল পুলিশ শনিবার কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ২  জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করে। একই সাথে ওই রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তাকারি দালাল চক্রের ২ সদস্যকেও গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত  দুই ব্যক্তি হলেন- শহরের নতুন বাহারছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৪২) ও একই এলাকার শহর মুল্লুকের ছেলে মোহাম্মদ ইয়াছিন (৩৭)। পুলিশের দাবি, এরা দুইজনই বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রধারি রোহিঙ্গা নাগরিক। দালাল চক্রের দুই সদস্য হলেন- আবুল কাশেমের ছেলে আবদুল্লাহ (৫৩) ও তার ভাই ওবাইদুল্লাহ (৩৭)। এরা দুইজনই টেকনাফের নয়াপাড়া মুছনী রোহিঙ্গা শিবিরের এইচ ব্লকের বাসিন্দা। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার সদর মডেল থানার এসআই কাঞ্চন দাশ বলেন, এই ঘটনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা বাদী থানায় লিখিত এজাহার দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইন ও ভোটার তালিকা নিবন্ধন আইনে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ধৃত চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এধরনের প্রতারণার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ