ঘুষ লেনদেন সিন্ডিকেট শনাক্ত সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-২০ ০৯:০০:৪৯

ঘুষ লেনদেন সিন্ডিকেট শনাক্ত সংবাদ সম্মেলনে র‌্যাব ১৫

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ লেনদেনের জন্য একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সন্ধান পেয়েছে র‌্যাব। ঘুষের ৯৩ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার ওয়াসিম খান জিজ্ঞাসাবাদের এমন তথ্য দিয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ২০ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন র‌্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ। তিনি জানান, এ ঘটনায় পলাতক সার্ভেয়ার ফরিদ ও ফেরদৌসের পাশাপাশি সিন্ডিকেট সদস্যদের আটকের চেষ্টা চলছে।[the_ad id=”36442″]

১৯ ফেব্রুয়ারি দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার শহরের বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকায় এ অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ারের ৯৩ লাখের বেশী টাকাসহ বিভিন্ন ব্যাংকের চেক ও নথিপত্র উদ্ধার করেছে র‌্যাব। এসময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর দুই সার্ভেয়ার পালিয়ে গেছে। র‌্যাবের দায়ের করা মামমলাটি দুর্নীতি দমন কমিশন অথবা সিআইডি তদন্ত করবেন বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর অধিনায়ক।

আরো সংবাদ