এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন সম্পন্ন - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৮-০১-২৯ ২০:০২:৪৫

এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন সম্পন্ন

জসিম উদ্দিন সিদ্দিকী :26730720_1790226767937638_4148122279914250212_nএলপি গ্যাসের নিরাপদ ব্যবহারে সচেতনতামুলক ক্যাম্পেইন সম্পন্ন করেছে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস। এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ শীর্ষক স্লোগানে ২৯ জানুয়ারি কক্সবাজারে হয়েছে ‘নিরাপদ নিবাস’ নামে এ ক্যাম্পেইন। সকালে কক্সবাজারের ঝাউতলায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ৮০ জন গৃহিণীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রতিনিধিত্ব করেন বসুন্ধরা এলপিজি’র সেলস বিভাগের হেড মীর টিআই ফারুক রিজভী। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি। চিত্রনায়িকা পপি বলেন, বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামুলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দেশব্যাপী গৃহিণীদের দৃষ্টান্তমুলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এ ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও সার্থকতা প্রতিফলিত হয়। কর্মশালায় উপস্থিত থেকে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে পপি। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের সেলস বিভাগের এজিএম হাবিবুর রহমান, চট্টগ্রাম ডিভিশনাল ম্যানেজার শরিফুল ইসলাম, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিক, সিনিয়র এক্সিকিউটিভ সাইফুর আজিমসহ সেলস অ্যান্ড অ্যাক্টিভেশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশকরা উপস্থিত ছিলেন। 1582926043465284287

আরো সংবাদ