ঐতিহ্যবাহী বাঁকখালী নদী থেকে ফের অবৈধ পাথর উত্তোলন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-০৬ ১৯:৩০:৫০

ঐতিহ্যবাহী বাঁকখালী নদী থেকে ফের অবৈধ পাথর উত্তোলন

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজার শহরে কস্তুরাঘাট সংলগ্ন বাঁকখালী মোহনা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত পাথর ভেঙে গুঁড়া করে ট্রাকে ভরে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র। এতে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আয়াত উল্লাহ, আমির হামজা, রাহিদ নামের তিন ব্যক্তির নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করে ওখানেই শ্রমিক দিয়ে মেশিনে পাথর গুঁড়া করে ফেলছে। সরকারী নিলাম-ইজারা ছাড়াই এসব পাথর ট্রাকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসনের অনেকে জেনেও এ কান্ডে ব্যবস্থা নিচ্ছে না বলে বিভিন্ন সূত্র দাবী জানাচ্ছে।[the_ad id=”36442″]
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মোক্তার বলেন, নিয়ম বহির্ভুতভাবে পাথর উত্তোলনের সুযোগ নেই। এ সংক্রান্ত কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।[the_ad_placement id=”after-image”]
এদিকে, পাথর উত্তোলনের অভিযোগ পেয়ে ৬ জানুয়ারী বিকালে কক্সবাজার সদর থানার ইন্সপেক্টর মো. ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যান। তবে, তারা জড়িত কাউকে আটক করতে পারেননি। তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, সদরের খুরুশকুল সংযোগ সেতুর জন্য অধিগ্রহণকৃত জায়গার বাইরে ব্যক্তি মালিকানাধীন জমি ব্যবহারের অভিযোগ করেন একজন ব্যক্তি। তার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করি। বালু উত্তোলনের সময় যেসব পাথর পাওয়া যাচ্ছে তা জমা করে রাখা হচ্ছে বলেও জানান ইন্সপেক্টর মো. ইয়াছিন।

আরো সংবাদ