ওষুধেই মোটা হচ্ছে কোরবানির গরু - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৫-০৮-২৫ ০৯:১৭:৪৮

ওষুধেই মোটা হচ্ছে কোরবানির গরু

ডেস্ক :cow কোরবানি ঈদ সামনে রেখে স্টেরয়েড, প্রি-ডেক্সানল, ডেক্সামেথাসন, বেটামেথাসন, পেরিআ্যাকটিন, প্যারাডেক্সা ও ওরাডেক্সান নামে বিভিন্ন নিষিদ্ধ ওষুধ সেবনে গরু মোটাতাজাকরণের প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। এসব ওষুধ খাওয়ানো হচ্ছে গরুকে। এতে অল্প দিনে ফুলে ফেঁপে উঠছে গরু। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এসব ট্যালয়েড হাঁপানিসহ মানবদেহের জটিল সব রোগের ওষুধ। এগুলো সেবনে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া আছে। আবার মাত্রাতিরিক্ত সেবন করানো হলে প্রভাব ভয়ঙ্কর। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, ওষুধ সেবনে মোটাতাজা করা গরুর মাংস খেলে মানুষের মারাত্বক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আশঙ্কা রয়েছে কয়েক ধরনের দূরারোগ্য ও কঠিন রোগে আক্রান্ত হওয়ারও। তাই মোটাতাজা করা গরু চিহ্নিত করে হাট থেকে সেসব গরু নিষিদ্ধ করা প্রয়োজন।

আরো সংবাদ