ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৮-২৪ ১৩:৩৮:৩৪

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

চ্যানেল 24 : প্রায় ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সমন্বতি কার্যালয়ে মামলাটি করেন সংস্থার সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলা হয়েছে মূলত প্রদীপের স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে।

এতে বলা হয়, চুমকি কারন দুদকের নোটিশের প্রেক্ষিতে ৪ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার সম্পদের হিসাব দেন। এরমধ্যে অনুসন্ধানে মিলেছে ৪ কোটি ২২ লাখ ৪৮ হাজার টাকা। তাতে ১৩ লাখ ১৩ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত।

তবে তদন্তে প্রমাণ মিলেছে সম্পদের ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার টাকাই অবৈধভাবে অর্জিত। এরবাইরে প্রদীপের সম্পদের ব্যাপারেও অনুসন্ধান চালাচ্ছে দুদক।

আরো সংবাদ