কক্সবাজার বিআরটিএ অফিসে ঘুষ বাণিজ্য - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০১৯-১১-২১ ১১:৫২:৩৯

কক্সবাজার বিআরটিএ অফিসে ঘুষ বাণিজ্য

নিউজ ডেস্ক : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেল অফিসে চলছে কোটি টাকার ঘুষ বাণিজ্য। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের নিবন্ধন, নবায়নসহ ও বিভিন্ন খাত থেকে প্রতি মাসে এসব টাকা আদায় করা হচ্ছে। নানা অজুহাতে প্রকাশ্যে ঘুষের লেনদেন চললেও যেন দেখার কেউ নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত গত ১০ মাসে সাড়ে ১০ কোটি টাকার ঘুষ আদায় করা হয়েছে। দৈনিক দৈনন্দিনের অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সূত্র জানায়, পেশাদার-অপেশাদার যান চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান এবং যানবাহন নিবন্ধন কাজ করে থাকে। প্রথমে অপেশাদার ১৮ বছর বয়সের জন্য শিক্ষানবীশ এবং পেশাদার ২০ বছর বয়সের জন্য ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। শিক্ষানবীশ লাইসেন্স প্রদানের তিন মাস অতিবাহিত হওয়ার পর লিখিত, মৌখিক ও ব্যবহারিক সহ সকল পরিক্ষায় উত্তীর্ণ হলে ‘বিআরটিএ’ ড্রাইভিং লাইসেন্স প্রদান করে থাকে। এজন্য আবেদনকারিকে নির্ধারিত ফরমে আবেদন করতে হয় এবং মেডিকেল সার্টিফিকেট, ছবি, জাতীয় পরিচয়পত্র, ৮ম শ্রেণী পাশের শিক্ষাগত যোগ্যতার সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হয়। পরে পুলিশের তদন্তের উপর আবেদনকারিকে সব পরিক্ষায় পাস হলেই ড্রাইভিং লাইসেন্স প্রদান করেন।[the_ad_placement id=”new”]
একইভাবে যানবাহনের রেজিষ্ট্রেশন করার ব্যাপারে রয়েছে সরকারী নিয়ম। যানবাহনের ক্রয়-বিক্রয়ের রশিদে মালিকের ঠিকানা উল্লেখ করে ‘বিআরটিএ’ অফিসে গাড়ি সহ হাজির হয়ে নির্ধারিত ‘এইচ’ ফরমে আবেদন করতে হয়। এ ক্ষেত্রে যানবাহনের শ্রেণীভেদে একেকটি যানবাহনের জন্য ভিন্ন ভিন্ন কাগজের প্রয়োজন হয়। ব্যাংক অথবা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র, মালিকানার প্রতিষ্ঠানে প্যাডে চিঠি, বিল অব এন্ট্রি, ইনভয়েস, এলসিএ কপি, সেল সার্টিফিকেট, সেল ইন্টিমেশন/বিক্রয় প্রমাণপত্র, (আমদানিকারক/বিক্রেতা প্রদত্ত), প্যাকিং লিষ্ট, ডেলিভারি চালান, সরকারের আয়কর প্রদানের সার্টিফিকেট, রেজিষ্ট্রেশন ফি প্রদানের রশিদ, বাস, ট্রাক, হিউম্যান হলার, ভ্যান, অটোটেম্পো, মোটরযানের ক্ষেত্রে ‘বিআরটিএ’ কর্তৃক অনুমোদিত বডি ও আসন ব্যবস্থা, নিলামে ক্রয়কৃত সরকারি/আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের গাড়ির ক্ষেত্রে নিলাম সংক্রান্ত কাগজপত্র এবং মেরামতের বিস্তারিত বিবরণ। এছাড়াও মোটরযানের মালিকানা বদলি, কাগজপত্র নবায়নসহ নানা কাজ রয়েছে। কিন্তু, এসব কাজের বিভিন্ন আইনের ফাঁক দিয়ে অতিরিক্ত টাকা আদায় করছে ‘বিআরটিএ’ কর্মকর্তারা।[the_ad_placement id=”after-image”]
কক্সবাজার ‘বিআরটিএ’ সূত্র আরো জানিয়েছেন, পেশাদার লাইসেন্স করতে প্রথমে ৩৪৫ টাকাসহ পরবর্তীতে ১ হাজার ৬৭৯ এবং অপেশাদার লাইসেন্স করতে প্রথমে ৩৪৫ টাকা ও পরে ২৫৪২ টাকা জমা দিতে হয়। এই ফি গুলো সরকারিভাবে নির্ধারণ করে দেয়া আছে। ড্রাইভিং নবায়নের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে ১৫৬৫টাকা এবং এর বেশী হলে প্রতি বছরের জন্য অতিরিক্ত ২০০ টাকা করে বিলম্ব ফি দিতে হবে। একইভাবে যানবাহনের নিবন্ধন নিতে মোটরবাইকের ক্ষেত্রে প্রায় ১৪ হাজার, সিএনজির ক্ষেত্রে ১২ হাজার ও অন্যান্য যানবাহনের ক্ষেত্রে ১৬ হাজার টাকা ব্যাংকে জমা করতে হয়। সেই অনুযায়ী গত জানুয়ারি থেকে চলতি মাস অর্থাৎ নভেম্বর ১৯ তারিখ পর্যন্ত (১০ মাস ১৯দিন) ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে ৩ হাজার ৯৮১টি। আর যানবাহন নিবন্ধন হয়েছে মোটর সাইকেল ‘কক্সবাজার-হ-১১’ সিরিয়ালের ১৩৭৫টি এবং ‘কক্সবাজার-ল-১১’ সিরিয়ালের ১৫৪১টি। এছাড়াও অন্যান্য ‘কক্সবাজার-হ-১১’ (বাস-মিনিবাস) সিরিয়ালের ৬১টি এবং টেম্পো ৫৫টি। তবে জেলা প্রশাসকের নির্দেশে গত জানুয়ারি থেকে এই পর্যন্ত সিএনজি গাড়ীর নিবন্ধন বন্ধ থাকায় কোন সিএনজিকে নিবন্ধন প্রদান করা হয়নি।
এক অনুসন্ধানে জানা গেছে, কক্সবাজার ‘বিআরটিএ’ অফিসের দেয়া তথ্য অনুযায়ী ৩৯৮১টি ড্রাইভিং লাইসেন্সের বিপরিতে প্রতিটি লাইসেন্স থেকে অতিরিক্ত ১০ থেকে ১৫ হাজার টাকা করে হাতিয়ে নেয়া হয়েছে। সে হিসাবে গত সাড়ে ১০ মাসে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থেকে ৫ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে অবৈধভাবে। এছাড়াও লাইসেন্স নবায়ন ও বিভিন্ন ক্ষেত্রে আরো দেড় কোটি টাকারও বেশী আদায় করা হয়েছে। একইভাবে সিএনজি বাদ দিয়ে মোটরসাইকেলের ক্ষেত্রে মোট ২৯১৬টি নিবন্ধনের মাধ্যমে ৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা ও অন্যান্য বাস, মিনিবাস ও টেম্পো গাড়ীর ক্ষেত্রে ১১৬টি বিপরীতে ২৩ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে গত সাড়ে ১০ মাসে ১০ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকা ঘুষ আদায় করা হয়েছে।[the_ad id=”36442″]
অভিযোগ উঠেছে, ‘বিআরটিএ’ অফিসের চিহ্নিত দালাল নুরুল ইসলাম, মিশুক, ইউনুছের মাধ্যমে এসব টাকা পকেটস্ত করেছে সহকারি পরিচালক উথোয়াইনু চৌধুরীর সন্বয়ে গঠিত বিশাল সিন্ডিকেট। শহরের প্রতিটি মোটরসাইকেল বিক্রয় কেন্দ্র (শো-রুম) ও সিএনজি বিক্রয় কেন্দ্রে কর্মরত এবং জেলার বিভিন্ন উপজেলার যানবাহন মালিক সমিতি ও লাইনম্যানরা এই বিশাল ঘুষ লেনদেনের সঙ্গে জড়িত। একইভাবে জেলা ট্রাফিক অফিসের দুয়েকজন কর্মকর্তাও লাইসেন্স প্রদানে অনিয়মের সঙ্গে প্রত্যক্ষ ও পুরোক্ষভাবে জড়িয়ে পড়ছে।
জানতে চাইলে ‘বিআরটিএ’ কক্সবাজার সার্কেলের সহকারি পরিচালক (ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী জানান, ‘ঘুষ প্রদানের অভিযোগটি সত্য নয়। আর অভিযুক্ত নুরুল ইসলাম, মিশুক ও ইউনুছ অফিসে কাজ করছে আন-অফিসিয়ালভাবে। কারণ, লোকবল সংকট থাকায় মাষ্টার রুলে তাদের স্বল্পমুল্যে বেতনে অফিসে কাজ করতে হয়। সূত্র: দৈনন্দিন

আরো সংবাদ