কক্সবাজারের চেহারা পাল্টে যাবে: ওবায়দুল কাদের - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৯-২২ ১৯:২০:৩৫

কক্সবাজারের চেহারা পাল্টে যাবে: ওবায়দুল কাদের

কক্সবাজার: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পর্যটন শহর কক্সবাজারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে। ইতিমধ্যে তাঁর নির্দেশনায় তিন লাখ কোটি টাকার ৬৯টি বড় উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। তিন বছর পর এসব প্রকল্পের উন্নয়নকাজ দৃশ্যমান হলে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। কক্সবাজার শহরের সৈকত সড়কে ৪ কোটি ৭৯ কোটি টাকায় নির্মিত পাঁচতলা সড়ক ভবনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। আজ রোববার বেলা ১১টায় ভবনটির উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী ৯৫৪ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে আরও আটটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে চারটি প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষে হয়েছে। অপর চারটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সবাজারের তিন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ রফিক, জাফর আলম, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রমুখ।

৯৫৪ কোটি টাকার ৮ প্রকল্প; আজ যে আট প্রকল্পের উদ্বোধন হলো, এর মধ্যে আছে কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়ক (এন-১) উন্নয়ন প্রকল্প’। এটি বাস্তবায়িত হচ্ছে ৪৫৮ কোটি ৩২ লাখ টাকায়। ইতিমধ্যে সড়কের ৩০ শতাংশ কাজ হয়েছে। ৩৭ কোটি ৯৫ লাখ টাকায় শুরু হয়েছে খুরুশল-চৌফলদণ্ডী-ঈদগাহ জেলা মহাসড়ক যথাযথ মানের উন্নীতকরণ প্রকল্পের কাজ। এ ছাড়া ৫৮ কোটি ৩ লাখ টাকায় চলছে মহেশখালীর জনতা বাজার-গোরকঘাঁটা সড়ক যথাযথ মানের উন্নীতকরণ প্রকল্পের কাজ। ৫৭ কোটি ৫৮ লাখ টাকায় পেকুয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার জেলা মহাসড়ক যথাযথ মানের উন্নীতকরণ প্রকল্প, কক্সবাজারের লিংক রোড-লাবণী মোড় সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প। এর আগে বাস্তবায়ন হয়েছে ৬ দশমিক ৪৩ কোটি টাকার দুটি প্রকল্প-কুতুবদিয়া-আজম জেলা মহাসড়ক। পেকুয়া বাজার-মগনামাঘাট জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প এবং আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের ৫৮ কিলোমিটার এলাকায় প্রায় ৩৭ মিটার লম্বা টইটং পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা  বলেন, ইতিমধ্যে চারটি প্রকল্পের উন্নয়নকাজ শেষ হয়েছে। অপর চার প্রকল্পের কাজ চলমান।

আরো সংবাদ