কক্সবাজারে উবারের যাত্রীসেবা চালু - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০২-১৩ ০৫:৫৭:০১

কক্সবাজারে উবারের যাত্রীসেবা চালু

নিউজ ডেস্ক:  কক্সবাজারে গতকাল বুধবার থেকে শুরু করেছে অন-ডিমান্ড রাইড শেয়ারিং সেবা উবার এর কার্যক্রম। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার বাংলাদেশের চতুর্থ শহর যেখানে এখন থেকে বিশ্বের সবচেয়ে বড় রাইড শেয়ারিং এই কম্পানির সার্ভিস পাওয়া যাবে।

২০১৯ সালে ৭৬টি দেশের পর্যটকরা বাংলাদেশে উবার ব্যবহার করেছে উল্লেখ করে উবারের বাংলাদেশ ও পূর্ব ভারতীয় অঞ্চল প্রধান রাতুল ঘোষ বলেন, ‘বাংলাদেশের পর্যটনশিল্পের প্রাণকেন্দ্রে আমরা যাত্রা শুরু করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

তিনি জানান, ইনানি, রামু ও কক্সবাজারে উবার এক্সএল ও মটো সার্ভিস পাওয়া যাবে। ট্রিপের আগে, ট্রিপ চলাকালীন ও ট্রিপ শেষ হওয়ার পর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য রয়েছে ইমার্জেন্সি নম্বর, ইন-অ্যাপ সেফটি টুলকিট এবং একটি কমিউনিটি গাইডলাইন।

আরো সংবাদ