কক্সবাজারে ওয়ালটন ৩য় বীচ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা সম্পন্ন  - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০২-২৩ ১৩:০৫:৪০

কক্সবাজারে ওয়ালটন ৩য় বীচ তায়কোয়ান্ডো প্রতিযোগিতা সম্পন্ন 

রৌতব চৌধুরী :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত ওয়ালটন ৩য় বীচ তায়কোয়ান্ডো প্রতিযোগীতা শেষ হয়েছে।

২৩ ফেব্রুয়ারি দুপুরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টস্থ জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে আযোজিত প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

এ সময় তিনি বলেন, শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প হয় না।খেলাধুলাই বাড়িয়ে তোলে শারীরিক দক্ষতা।

সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, অতিরিক্ত ট্যুরিষ্ট পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা,ক্রীড়া সংগঠক শ্যামল পালিত. জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মাঝে গোল্ড মেডেলসহ বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় দু’দিনব্যাপী আযোজিত প্রতিযোগীতায় পুস মে ইভেন্টে ১৮টি ক্যাটাগরিতে ঢাকা,গাজীপুর,চট্টগ্রাম,খুলনা, কক্সবাজারসহ দেশের ১৫টি জেলা ও ৬টি ক্লাবের ১২০জন পুরুষ এবং ৬০জন নারী ক্রীড়াবিদ অংশ নেয়।

আরো সংবাদ