কক্সবাজারে করোনার কারণে পর্যটন শিল্পে মন্দার প্রভাব - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১৭ ১২:০৯:৫৩

কক্সবাজারে করোনার কারণে পর্যটন শিল্পে মন্দার প্রভাব

বিশেষ প্রতিনিধি:  করোনা ভাইরাসের কারণে পর্যটন মৌসুমের এ সময়ে কক্সবাজারে গতবছরের চেয়ে পর্যটকদের আনাগোনা তুলনামূলক অনেকখানি কমেছে বলে মন্তব্য হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িদের। এতে হোটেল কক্ষের বুকিংসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার উপর মন্দার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়িরা। এ নিয়ে প্রশাসনের সংশ্লিষ্টরা পরামর্শ দিয়েছেন, কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা নিজেরাই যেন সতর্কতা অবলম্বন করে চলাফেরা করেন। নিজেদের নিরাপত্তার ব্যাপারে নিজেরাই সজাগ থাকেন। ১৭ মার্চ দুপুরে কক্সবাজারের হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা জানিয়েছেন, বছরের মধ্য নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কক্সবাজারে ভর পর্যটন মৌসুম। এ সময়ে পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে সমুদ্র সৈকতসহ কক্সবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। প্রতিদিনই বেড়াতে আসে অন্তত ৫০ হাজারেরও বেশী পর্যটক। কিন্তু গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া রোগী শনাক্তের পর থেকে ভর মৌসুমেও কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকের ঢলে ভাটা পড়েছে। রোহিঙ্গা সংকট ও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে কক্সবাজারে অবস্থান করছে বিপুল সংখ্যক বিদেশী নাগরিক। এছাড়া উখিয়া ও টেকনাফের ৩৪ টি ক্যাম্পে প্রায় ১২ লাখ রোহিঙ্গার ঘন বসতিপূর্ণ বসবাসের পাশাপাশি কক্সবাজারে প্রতিদিনই বেড়াতে আসে দেশি-বিদেশি অন্তত অর্ধ-লক্ষাধিক পর্যটক। এদিকে চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ, বিপুল সংখ্যক মানুষের আনাগোনা এবং বড় ধরণের জনসমাগম ঘটে এ ধরণের স্থান এড়িয়ে চলার। এ রকম স্থানগুলো জীবনঘাতি করোনা ভাইরাস সংক্রমণের খুবই ঝূকিপূর্ণ। করোনা নিয়ে আতংকিত হওয়ার মত কোন ধরণের পরিস্থিতি কক্সবাজারে নেই এবং পর্যাপ্ত প্রতিরোধমূলক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বলেন, গণমাধ্যমের কল্যাণে বেড়াতে আসা পর্যটকসহ সাধারণ মানুষ করোনার জীবনঘাতি প্রভাব সম্পর্কে খুবই সচেতন রয়েছে। তারপরও পর্যটকরা যেন বড় ধরণের জনসমাগম স্থল বা প্রচুর মানুষের ভীড় থাকা জায়গা পরিহার করে ঘুরাফেরা করে। করোনা সম্পর্কে পর্যটকরা যাতে সচেতনতা অবলম্বন করে চলাফেরা করে এ ব্যাপারে হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ পর্যটন শিল্প সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কক্সবাজার বেড়াতে আসা পর্যটকরাসহ নানা মহলে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ার পাশাপাশি কক্সবাজার ঘুরতে আসা নিয়ে আশংকার দেখা দেয়। এ নিয়ে ৮ মার্চ দেশে প্রথমবারের মত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে কক্সবাজারে পর্যটক ঢলে ভাটার চিত্র লক্ষ্য করা গেছে। পাশাপাশি এর মন্দা প্রভাব পড়েছে হোটেল-মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার উপর। শুধু তাই নয়, করোনার প্রভাবে কক্সবাজারে এখন হোটেল কক্ষের বুকিং অনেকখানি কমেছে বলে মন্তব্য তারকামানের হোটেল ওশ্যান প্যারাডাইজের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর বলেন, করোনা ভাইরাসের কারণে হোটেল কক্ষের বুকিং এখন তুলনামূলক অনেকখানি কমে গেছে। পর্যটন মৌসুমের এ সময়ে গত বছরগুলোর চেয়ে কক্সবাজারে এ বছর পর্যটকের আনাগোনা কম রয়েছে। এতে আশানুরূপ ব্যবসার ক্ষেত্রে মন্দার প্রভাব পড়েছে। ইতিমধ্যে বেড়াতে আসতে ইচ্ছুক অনেক পর্যটক হোটেল কক্ষের অগ্রিম বুকিং বাতিল করেছেন বলে জানান হোটেলের এই ব্যবস্থাপক।

আরো সংবাদ