কক্সবাজারে ঝিনুক শামুকের পোনা উৎপাদন-সংরক্ষণে প্রশিক্ষণ  - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০২-১৯ ১৭:৫৬:১৩

কক্সবাজারে ঝিনুক শামুকের পোনা উৎপাদন-সংরক্ষণে প্রশিক্ষণ 

কক্সবাজারে ঝিনুক শামুকের পোনা উৎপাদন-সংরক্ষণে প্রশিক্ষণ 

মোহাম্মদ ফারুক : বাংলাদেশ ঝিনুক ও শামুক সংরক্ষণ পোনা উৎপাদন এবং চাষ প্রকল্পের অর্থায়নে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সামুদ্রিক ঝিনুকের পোনা উৎপাদন কৌশল শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজারের প্রধান মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমানের সভাপতিত্বে উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ ফজলে রাব্বী ৩দিন ব্যাপী উক্ত কর্মসূচি পরিচালনা করেন। কর্মসূচীতে ওয়েস্টার, শামুক ও ঝিনুকের প্রজনন ও চাষাবাদ বিষয়ক গবেষণা-পরিচালনা করা হয়।

এছাড়া বাংলাদেশ উপকুলে সীউইড চাষ এবং সীউইডজাত পন্য উৎপাদন গবেষণা কক্সবাজারের প্রকল্প পরিচালক মোঃ মহিদুল ইসলাম সীউইড উন্নয়ন ও গবেষণা প্রস্তাব উপস্থাপন করেন। ৩ দিন ব্যাপী কর্মসূচীতে সম্প্রসারণকর্মী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী, মৎস্যব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ মৎস্য সেক্টরের সঙ্গে সম্পৃক্ত লোকজন অংশগ্রহণ করেন।

আরো সংবাদ