কক্সবাজারে নতুন করে শনাক্ত ৮৯ মোট আক্রান্ত ২২৮৭ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৬-২৫ ০৪:৫৮:১০

কক্সবাজারে নতুন করে শনাক্ত ৮৯ মোট আক্রান্ত ২২৮৭

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে নতুন করে এক রোহিঙ্গাসহ ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জন রোহিঙ্গাসহ ২ হাজার ২৮৭ জনে। ২৪ জুন রাতে কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেলায় নতুন আক্রান্ত ৮৯ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৬৩ জন, রামু উপজেলার ৫ জন, উখিয়া উপজেলার ৪ জন, টেকনাফ উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ৫ জন, পেকুয়া উপজেলার ২ জন, মহেশখালী উপজেলার ১ জন, ও কুতুবদিয়া উপজেলার ৭ জন বাসিন্দা রয়েছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ১ জন বাসিন্দাও রয়েছে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৪৭ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮৭ জনে। এদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১০৫৩ জন, রামু উপজেলার ১৯০ জন, উখিয়া উপজেলার ২৬৪ জন, টেকনাফ উপজেলার ১৯৫ জন, চকরিয়া উপজেলার ৩১১ জন, পেকুয়া উপজেলার ৯৫ জন, মহেশখালী উপজেলার ৯০ জন ও কুতুবদিয়া উপজেলার ৪২ জন বাসিন্দা রয়েছে। এছাড়াও উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ৪৭ জন রোহিঙ্গা রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যে জানা গেছে, ২৪ জুন সন্ধ্যা পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৭৬১ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। এদের মধ্যে ৫ জন রোহিঙ্গা রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া জানান, গত ১ এপ্রিল থেকে কমেকের ল্যাবে করোনা নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এ নিয়ে কমেক ল্যাবে সন্দেহভাজন মোট ১৬ হাজার ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আরো সংবাদ