কক্সবাজারে নানা আয়োজনে বিজয় দিবস পালিত - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২০-১২-১৬ ০৯:৩৭:২৮

কক্সবাজারে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : নানান আয়োজনে কক্সবাজারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে কক্সবাজার শহিদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পিত শ্রদ্ধা জানিয়ে সূচিত হয় বিজয় দিবসের কর্মসূচি। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা, পৌর আওয়ামলীগ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ পালন করছেন। শহিদ মিনারে রাষ্ট্রের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক কামাল হোসেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবন্তি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রসূন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাং শাজাহান আলি, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার সুইটিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমেদ, পৌর আওয়ামলীগ সভাপতি নজিবুল ইসলাম, পদস্থ সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর বধ্যভূমিতে পূষ্পার্ঘ্য অর্পন করা হয়। এছাড়াও কক্সবাজার সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য উদ্বোধন হয়েছে। চলছে অন্যান্য অনুষ্ঠানও।

আরো সংবাদ