কক্সবাজারে পুলিশের সাথে পরিবহন নেতাদের সভা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৪-০১ ১৩:৫৬:১৯

কক্সবাজারে পুলিশের সাথে পরিবহন নেতাদের সভা

কক্সবাজার : করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারে পুলিশের সাথে পরিবহণ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন না করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১এপ্রিল) বিকালে কক্সবাজার পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে কক্সবাজার জেলার সকল প্রকার পরিবহন মালিক, শ্রমিক, প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান উক্ত মতবিনিময় সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ঘোষিত সিদ্ধান্তসমূহ অবহিত করেন।
এ সময় সভায় উপস্থিত পরিবহন মালিক, শ্রমিক ও তাদের প্রতিনিধিদের মধ্যে কয়েকজন মতামত ব্যক্ত করে গণপরিবহনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মামুন আল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) এমএম রকীব উর রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ