কক্সবাজারে ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন অনুষ্ঠিত - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৭-০৭ ১৩:৪৬:০৭

কক্সবাজারে ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারে দুইদিনব্যাপী ব্রিটিশ কাউন্সিলের পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই ব্রিটিশ কাউন্সিল ঢাকা, ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের আয়োজনে চলো গ্রন্থাগারে চলো দেখি সম্ভাবনার আলো শিরোনামে ৬ ও ৭ জুলাই জেলা সরকারি গণগ্রন্থাগার কক্সবাজারে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন। ক্যাম্পেইনের অনুষ্ঠানমালার মধ্যে ছিল শিশুদের জন্য চিত্রাঙ্কনও বিতর্ক প্রতিযোগিতা, টয়ব্রিকস সেশন, কম্পিউটার কোডিং সেশন, নারীবান্ধব গ্রন্থাগার গঠন বিষয়ক মতবিনিময় সভা এবং সরকারি গণগ্রন্থাগারের উন্নয়ন বিষয়ক অন্যান্য আলোচনা সভা। জেলা সরকারি গণগ্রন্থাগার কক্সবাজার চত্বরে ৬ ও ৭ জুলাই প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই ক্যাম্পেইনের নানা কর্মসূচি। ৬ জুলাই সকাল সাড়ে ৯টায় দুই দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করেন উদ্বোধনী পর্বের প্রধান অতিথি জাহানারা পারভীন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গণগ্রন্থাগার অধিদপ্তর, বিশেষ অতিথি আশীষ কুমার সরকার, সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব), গণগ্রন্থাগার অধিদপ্তর, বিশেষ অতিথি অরুণ কুমার বিশ্বাস, অতিরিক্ত কমিশনার, বাংলাদেশ কাস্টমস এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার। উল্লেখ্য যে, গত ১৯ মার্চ, ২০১৯ রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের কনফারেন্স হলে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের এই এক বছরব্যাপী পাবলিক লাইব্রেরি ক্যাম্পেইন চলো গ্রন্থাগারে চলো-দেখি সম্ভাবনার আলো। কক্সবাজারসহ বাংলাদেশের মোট ২৫টি জেলায় আয়োজিত হতে যাচ্ছে এই ক্যাম্পেইনটি।

আরো সংবাদ