যৌথ অভিযানে ২০০ কোটি টাকার জমি উদ্ধার - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০১-৩০ ১৮:০৩:৩১

যৌথ অভিযানে ২০০ কোটি টাকার জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরে জবর দখল করা ৭৮ একরের সরকারি খাস খতিয়ানভুক্ত একটি পাহাড় আজ বুধবার দখলমুক্ত করা হয়েছে। এ পরিমাণ জমির বর্তমান বাজার দর কমপক্ষে ২০০ কোটি টাকা। শহরের লাইট হাউজ ফাতেরঘোনা এলাকার সরকারি এই পাহাড়টি দখলমুক্ত করতে গত দুদিন ধরে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালের অভিযানে পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত কমপক্ষে এক ডজন পাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ম্যাজিস্ট্রেট সেলিম শেখ জানিয়েছেন, বেশ ক’বছর ধরে শহরের গুরুত্বপূর্ণ সরকারি এই পাহাড়টির কাটা শুরু করা হয়। পাহাড় খেকোরা খণ্ড খণ্ড করে পাহাড়টি কেটে জবর দখলে নেয়। এরপর সেই সরকারি পাহাড়ী জমিতেই কেউ বস্তি নির্মাণ করে আবার কেউ পাকা ভবন নির্মাণের কাজ শুরু করে দেয়। কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ফাতেরঘোনা নামক সরকারি পাহাড়ের ৭৮ একর জমির পাহাড় ঘিরে দখলবাজরা বেপরোয়া হয়ে পড়েছে।

আরো সংবাদ