কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-২০ ০৬:৫০:০০

কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘের দূত

জসিম সিদ্দিকী, কক্সবাজার: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং হি লি ফের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন। ২০ জানুয়ারি সকালে তিনি ক্যাম্প পরিদর্শন শুরু করেন। এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন ইয়াং হি লি। ১৯ জানুয়ারি বিকেলে তিনি কক্সবাজার পৌঁছান। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত তাঁর রোহিঙ্গা শিবির পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়ার কথা রয়েছে। রোহিঙ্গা শিবিরে তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।

[the_ad id=”36442″]

পরিদর্শনকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করার কথা। এছাড়া রোহিঙ্গা পরিস্থিতির পাশাপাশি সীমান্ত পরিস্থিতিও তিনি পর্যবেক্ষণ করবেন।

আরো সংবাদ