কক্সবাজারে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০১-০১ ০৭:৩৬:০৬

কক্সবাজারে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই বিতরণ

জসিম সিদ্দিকী, কক্সবাজার: বছরের প্রথম দিনে কক্সবাজারে ৭ লাখ ৯৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থীর মাঝে সরকারি বিনা মূল্যের পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। ১ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এ পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক মো. কামাল হোসেন সকালে সাগর পাড়ের কবিতা চত্বর সংলগ্ন শেখ রাসেল শিশু পার্ক (প্রস্তাবিত) স্থানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।[the_ad id=”36489″]

জানাগেছে, সরকারের এ মহান উদ্যোগের ফলে যারা বিত্তবান, মধ্যবিত্ত, হতদরিদ্র সবাই এক কাতারে এসেছে। অনেকে বছরের এ সময় হয়তো সব বই কিনতে পারতো না। কিন্তু এখন সবাই বিনামূল্যে সরকারের পক্ষ থেকে নতুন বই পাচ্ছে। পাশাপাশি বছরের প্রথম দিনেই বই পেয়ে পড়ালেখায় আগ্রহ দেখাচ্ছে শিক্ষার্থীরা।[the_ad_placement id=”after-image”]

উল্লেখ্য, কক্সবাজারের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিকে ৭ লাখ ৯৫ হাজার ৭২৬ জন শিক্ষার্থী বছরের প্রথম দিনে বই উৎসবের আনন্দে ভাসছে। জেলায় মোট নতুন বই বিতরণের লক্ষ্য মাত্রা হচ্ছে ৭২ লাখ ৮ হাজার ২২৮টি।

 

আরো সংবাদ