৪৮ বছর পর শহীদ ফরহাদ-সুভাষ নামে তোরণ নির্মাণ - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-১২-১৩ ২১:২৭:৪৪

৪৮ বছর পর শহীদ ফরহাদ-সুভাষ নামে তোরণ নির্মাণ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে একাত্তরের ২ শহীদ ছাত্রের নামে একটি তোরণ নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালের ৬ মে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ ও সুভাষকে পাক হানাদার বাহিনী কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার বাঁকখালী নদীর তীরে নির্মমভাবে হত্যা করেছিল। এতদিনেও এই শহীদ মুক্তিযোদ্ধা ছাত্রদ্বয়ের স্মৃতি রক্ষায় এরকম দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। কক্সবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে দুই মাস আগে জেলা প্রশাসন কার্যালয়ের প্রবেশদ্বারে একটি তোরণ নির্মাণের কাজ শুরু করেন। চলতি বিজয়ের মাস ডিসেম্বরে তোরণটির দ্বার উন্মোচন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কামাল হোসেন। ইতিমধ্যে তোরণটির নির্মাণ কাজও শেষ হয়েছে। এতে শহীদ ফরহাদ-সুভাষ তোরণ লিখে তাঁদের ছবিও সাঁটানো হয়েছে।[the_ad id=”36442″]

তাঁরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছয় দফা আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র টগবগে তরুণ ফরহাদ, এম.এ ফাইনাল পরীক্ষা ছেড়ে যোগ দেন মুক্তিযুদ্ধে। চট্টগ্রাম শহর ও হাটহাজারী এলাকায় বীরত্বের সাথে যুদ্ধ করে তিনি কক্সবাজার জেলায় চলে আসেন। কক্সবাজার ও আরাকান সড়কের পাহাড়ি এলাকায় প্রায় দুইশত ইপিআর ও মুক্তিযোদ্ধাদের তিনি সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলেন।[the_ad_placement id=”after-image”]
অপরদিকে কক্সবাজার সরকারি কলেজের ছাত্র সুভাষ দাশ কিশোর বয়স থেকেই পকিস্তান বিরোধী রাজনীতিতে সক্রিয় ছিলেন। নিঃস্বার্থ, নিবেদিতপ্রাণ এই তরুণ নেতা কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে অন্যতম ভূমিকা পালন করেন। সুভাষ-ফরহাদের মতো ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। বিজয়ের ৪৮ বছরে বীর মুক্তিযোদ্ধা ফরহাদ-সুভাষের স্মৃতি সংরক্ষণে কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ।

আরো সংবাদ