কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলছে ধর্মঘট! - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-০৬ ০৮:৩৩:১১

কক্সবাজার জেলা সদর হাসপাতালে চলছে ধর্মঘট!

কক্সবাজার : কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। পাশাপাশি প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে কোনো রোগীকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না তারা। ৬ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়েছে ধর্মঘট। ঠিক কতক্ষণ নাগাদ এ ধর্মঘট চলবে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগে হাসপাতালের চিকিৎসকদের উপর হামলা ও ভাঙচুর করা হয়। এর সুষ্ঠু বিচার ও আসামিদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল রাত থেকে ধর্মঘটের ডাক দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিধান পাল জানান, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা (দুপুর ১টা) পর্যন্ত চিকিৎসকরা ব্যারিকেড দিয়ে চিকিৎসা সেবা বন্ধ রেখেছে। এদিকে হঠাৎ এই ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে সেবা নিতে আসা রোগীরা। তারা দ্রুত এ সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ