কক্সবাজার মেডিকেল কলেজের অর্থ আত্মসাতে আবজাল দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-২৭ ১২:২৬:৪১

কক্সবাজার মেডিকেল কলেজের অর্থ আত্মসাতে আবজাল দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের


জসিম সিদ্দিকী, কক্সবাজার: ৩৭ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কক্সবাজার মেডিকেল কলেজে যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। ২৬ এপ্রিল দুদকের উপ-সহকারী পরিচালক সাহিদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক আবদুর রশীদ, কক্সবাজার মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ সুবাস চন্দ্র সাহা, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম, কলেজের হিসাবরক্ষক হুররমা আক্তার খুকী, কক্সবাজার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুকোমল বড়ুয়া, একই দফতরের সাবেক এসএএস সুপার সুরজিত রায় দাশ, পংকজ কুমার বৈদ্য ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক উচ্চমান সহকারী খায়রুল আলম। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি খায়েরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আরো সংবাদ