কক্সবাজারে শিশু হাসপাতালের উদ্যোগ নিয়েছি-ডিসি - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১১-২৩ ১৭:০০:০২

কক্সবাজারে শিশু হাসপাতালের উদ্যোগ নিয়েছি-ডিসি

জসিম সিদ্দিকী : কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন বলেছেন, কক্সবাজারে শিশুদের চিকিৎসা সেবার জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের শিশু হাসপাতাল করতে যাচ্ছি। এই হাসপাতাল হবে কক্সবাজারবাসী সম্পদ। কক্সবাজারে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতাল বাস্তবায়নে সকালের সহযোগিতা কামনা করছি। ২৩ নভেম্বর কক্সবাজারে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা সংক্রান্ত এক আলোচনা সভায় জেলা প্রশাসক কামাল হোসেন এ আশাবাদ ব্যক্ত করেন। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিশু হাসপাতাল নির্মাণ বিষয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে জেলা প্রশাসক কামাল হোসন মতবিনিময় করেন। সভায় বক্তারা কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শিশু হাসপাতাল নির্মাণের জন্য জেলা প্রশাসনকে সর্বসম্মতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল নির্মানের কাজ শুরু করার আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধ নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষকে সচিব আবু জাফর রাশেদ, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আরএমও নওশাদ রিয়াদ, প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের প্রমুখ। উক্ত আলোচনা সূত্রে জানাগেছে, কক্সবাজার জেলা প্রশাসনের উদোগে ও সার্বিক ব্যবস্থাপনায় শহরের পশ্চিম বাজারছড়ায় নির্মিত হতে যাচ্ছে কক্সবাজারের একমাত্র শিশু হাসপাতালটি।

আরো সংবাদ