কক্সবাজার সদর খাদ্যগুদাম কর্মকর্তাসহ আটক ২ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০১৯-১০-২৫ ১২:২২:৫৬

কক্সবাজার সদর খাদ্যগুদাম কর্মকর্তাসহ আটক ২

জসিম সিদ্দিকী, কক্সবাজার : ৫০ কেজির বস্তায় ৩০ কেজি চাল ভর্তির অভিযোগে কক্সবাজার সদর খাদ্যগুদাম কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন ও দারোয়ান মোঃ রিদওয়ান আলীকে আটক করা হয়েছে। ২৫ অক্টোবর দুপুরে খাদ্য গুদামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় গুদামটি সিলগালা করে দেয়া হয়েছে। অভিযানকালে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তবে, অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন জালিয়াতি ও অনিয়মের অন্যতম হোতা উপখাদ্য পরিদর্শক কামরুল ইসলাম। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক দেবদাস চাকমা বলেন, বস্তায় অনিয়মের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে শুনেছি। তবে, কেমন জালিয়াতি করেছে তা আমি নিশ্চিত নই। অনেক সময় ভেজা চাল শুকাতে বস্তা থেকে বের করতে হয় বলেও দাবি করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। তিনি দুঃখ করে বলেন, হাতে অস্ত্র থাকলে যেমন তেমন করা যায়। খাদ্য গুদাম অভিযানের বিষয়ে জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম মাহফুজুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল গুদামে অভিযান চালায়। সময় সাল নিয়ে জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।[the_ad id=”36442″]
তিনি বলেন, গুদাম কর্মকর্তাসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গুদামটিও সিলগালা করে দেয়া হয়েছে। ইউএনও আরও বলেন, গুদামটিতে ৫০ কেজির চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই সিলগালা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।[the_ad_placement id=”after-image”]
উল্লেখ্য, ২০ অক্টোবর অভিযান চালিয়ে চাল নিয়ে জালিয়াতিকালে হাতেনাতে ২ শ্রমিককে আটক ও সিলগালা করা হয় ৫ নং গুদামটিতে। কক্সবাজার সদর সহকারি কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মুক্তার ওই দিনের অভিযান পরিচালনা করেছিলেন। তবে, এসব জালিয়াতির প্রধান হিসাবে চিহ্নিত উপখাদ্য-পরিদর্শক কামরুল ইসলাম ওই দিনের অভিযানেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ওই ঘটনায় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে না দিতেই আবার জালিয়াতি ধরা পড়লো কক্সবাজার সদর খাদ্য গুদামে।

আরো সংবাদ