কক্সবাজার সদর হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

বিষয় :

প্রকাশ :  ২০১৯-০৪-০৭ ২০:৫০:৪৪

কক্সবাজার সদর হাসপাতালের ধর্মঘট প্রত্যাহার


সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজার সদর হাসপাতালে ৪ দিন ধরে চলমান ধর্মঘট প্রত্যাহার হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কক্সবাজারের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেছেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সর্বোচ্চ পর্যায়ের আশ^াস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা বিএমএর সহযোগীতায় ইন্টার্নি চিকিৎসকদের আন্দোলন স্থগিত করা হল। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও বিএমএর নেতৃত্বে চিকিৎসকদের বুঝিয়ে কর্মসূচীর স্থগিত করা হয়। ৭ এপ্রিল রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ৪ এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতালে মুমুর্ষ এক রোগীর চিকিৎসাকালীন মৃত্যু বরণে ওই রোগীর স্বজনরা হামলা ও ভাংচুর চালায়। এসময় ৩ জন চিকিৎসক ও কয়েকজন নার্স আহত হয়। এঘটনার পর থেকে ইন্টার্নি চিকিৎসকরা ধর্মঘটে যায়। রোববার হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর ও তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। ৮ এপ্রিল সকাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে সকল ধরণে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে সকল স্তরের মানুষকে চিকিৎসকদের সহযোগীতা করার আহবান জানান তিনি।

আরো সংবাদ