কক্সবাজার সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে সাড়ে ৩ শ’ রোগী - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০২-১৪ ০৯:২৮:৪৭

কক্সবাজার সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে সাড়ে ৩ শ’ রোগী

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৩৫০ জনেরও বেশী রোগী। এ কারণে হাসপাতালে চিকিৎসা নিতে আসা জরুরী রোগিদের মধ্যে মৃত্যুর হার ৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কক্সবাজার অফিস প্রধান সাবরিনা ডিনাংক। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার কলাতলীতে অবস্থিত ‘আইসিআরসি’ অফিসে জেলার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন।[the_ad id=”36442″]

এসময় আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কক্সবাজার অফিসের কমিউনিকেশন ডেলিগেট হাইকো ম্যাগথারিয়াও, কমিউনিকেশন অফিসার জামশেদ করিমসহ জেলার সিনিয়র সাংবাদিকরা।

এসময় সাবরিনা ডিনাংক আরো বলেন, ‘আইসিআরসি’ শুধু এখন নয়, দেশের মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের পর থেকে বাংলাদেশে কাজ করছে। গত দুই বছর পূর্বে মিয়ানমারের রাখাইন থেকে বাংলাদেশ রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে পালিয়ে আসলে ‘আইআরসিআর’ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এরপর থেকে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সহায়তা দিয়ে আসছে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে এসেছে, বিশেষ করে রাখাইনে সেনাবাহিনীর গুলি ও নির্যাতনের কারণে যাদের অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। এসব অসহায় রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে গিয়ে এ পর্যন্ত ২০০ রোহিঙ্গার শরীরে বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গে কৃত্রিম উপায়ে হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ সংযোজন করেছে ‘আইসিআরসি’।[the_ad_placement id=”after-image”]

তিনি আরো বলেন, ‘শুধু রোহিঙ্গারা নয়, তাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী বিশেষ করে উখিয়া-টেকনাফে সাধারণ মানুষের সহায়তা দিয়ে যাচ্ছে। উখিয়া ও টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্সে সরকারের অনুমতি নিয়ে সংস্কার ও স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। মানুষের পয়:নিস্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্ল্যান তৈরী করা হয়েছে। এছাড়াও কক্সবাজার সদর হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের কাজ হাতে নিয়েছে। ইতিমধ্যে পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়েছে’।[the_ad_placement id=”new”]

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই কক্সবাজার সদর হাসপাতালকে আন্তর্জাতিক ও জরুরী স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে নতুনভাবে জরুরী বিভাগকে সংস্কার কাজ করেন (আসিআরসি)। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং ‘আইসিআরসি’র যৌথ ব্যবস্থাপনায় জরুরী বিভাগটিতে কক্সবাজারের স্থানীয় জনগণের পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরও স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছেন। এরআগে গত ২০১৮ সালের ১২ আগস্ট স্বাস্থ্য ও পরিবার পরিকলল্পনা মন্ত্রণালয় এবং আইসিআরসি’র সঙ্গে ৩ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। তারই অংশ হিসেবে হাসপাতালটির জরুরী বিভাগটিকে নতুনভাবে সংস্কার করা হয়।

আরো সংবাদ