কক্সবাজার স্বাস্থ্য বিভাগের ৩৮ জন করোনায় আক্রান্ত - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৫-৩১ ১৬:১২:৪৬

কক্সবাজার স্বাস্থ্য বিভাগের ৩৮ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা সদর হাসপাতালের ৯ জন ডাক্তার ২১ জন নার্স এবং ৩ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া সিভিল সার্জন অফিসের ১ জন ডাক্তারসহ ৪ জন পদস্থ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থেকে সাধারণ মানুষে সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ৩১ মে পর্যন্ত সদর হাসপাতালের ৯ জন ডাক্তার ২১ জন নার্স এবং ৩ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদিকে সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসারসহ ৪ জন পদস্থ কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী বলেন ,দেশের সকল বিভাগের দায়িত্বশীলরা পরিবারের সাথে ঘরে থাকতে পারছে। স্বাস্থ্য বিভাগসহ কয়েকটি দপ্তরের কর্মচারীরা তার বিপরীত। তাদের সব সময় মানুষের সেবা দিতে কর্মস্থলে থাকতে হয়েছে। আমি মনে করি জাতির এই দুঃসময়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা যে উদার মানসিকতা নিয়ে মানুষের সেবা দিচ্ছে তার কখনো ভুলার মত না।
কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহাবুবুর রহমান বলেন, করোনা টেস্ট ও রিপোর্ট প্রদান এবং প্রচার করা করোনা রোগির চিকিৎসা দেয়া সেবা করা সব কাজের প্রধান ভুমিকা রাখছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এ সময় তিনি করোনা আক্রান্ত সকল বিভাগের কর্মীদের সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ