করোনা ভাইরাস আতঙ্ক: চীনের উহানে আটকা পাঁচ শতাধিক বাংলাদেশি - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২০-০১-২৫ ১৮:২৩:২৬

করোনা ভাইরাস আতঙ্ক: চীনের উহানে আটকা পাঁচ শতাধিক বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্ক চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে দেশটির সব অঞ্চল এমনকি বিশ্বের একাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে এ পর্যন্ত এক হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছেন এবং ৪১ জন মারা গেছেন বলে জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া। উহানে প্রথম এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে উহান থেকে বহির্গামী সব যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই শহরটিতে পাঁচ শতাধিক বাংলাদেশি আটকা আছেন বলে রাকিবিল তুর্য (Rakibil Turja) নামের এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা গেছে। রাকিবিল তুর্য হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করছেন বলে এই অ্যাকাউন্টের অ্যাবাউটে উল্লেখ আছে।শনিবার ভোর চারটা ৪৮ মিনিটে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে বলা হয়, ‘সম্প্রতি চায়নাতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত শহর উহানে আমি বাস করছি। এখানে আমরা প্রায় ৫০০ জনেরও অধিক বাংলাদেশি উহানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত। উহান থেকে বহির্গামী সব বাস-ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছে এবং ৬০০-এরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। আমরা চাইলেও এখন নিজ দেশে ফিরে যেতে পারছি না। বাংলাদেশ দূতাবাস থেকে আমাদের খোঁজ-খবর নেওয়া হচ্ছে এমন নিউজ বাংলাদেশের মিডিয়াতে প্রচার করা হলেও এ খবর ভিত্তিহীন। আমাদের এখন পর্যন্ত কোনও প্রকার কোনও খোঁজ নেওয়া হয়নি। আমরা সবাই এক কঠিন মুহূর্ত পার করছি। আল্লাহতায়ালা যেন আমাদের সবাইকে এ বিপদ থেকে রক্ষা করেন।’

এদিন রাত আটটা ৪৬ মিনিটে সংবাদ সংস্থা ইউএনবিতে প্রকাশিত এক প্রতিবেদন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামানের বরাত দিয়ে বলা হয়, ‘চীনের হুবেই ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হয়েছে। পাশাপাশি বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সারাদিন যোগাযোগ করার জন্য একটি হটলাইন (+৮৬-১৭৮০১১১৬০০৫) নম্বর খোলা হয়েছে।’পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বেজিংয়ে আমাদের অ্যাম্বাসিতে হটলাইন খোলা হয়েছে (৮৬)-১৭৮০১১১৬০০৫। আমাদের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ বাংলাদেশিদের করা ২৪৫ সদস্যের We Chat গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন। বিশেষ করে Wuhan শহরে সরকার কাউকেই বাসা থেকে বের হতে দিচ্ছে না, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। বিচলিত না হয়ে সরকারি নির্দেশ মেনে চলার জন্য সবাইকে বলা হয়েছে।’ সূত্র-চীনের সংবাদ সংস্থা সিনহুয়া

আরো সংবাদ