করোনামুক্ত কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-১০-২৬ ১০:৩২:৫৪

করোনামুক্ত কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান

বার্তা পরিবেশক :  করোনামুক্ত হলেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান। গত ২৪ অক্টোবর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার শরীরের নমুনার ফলোআপ টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। পুলিশ সুপার হাসানুজ্জামান শরীরে গত ৩ অক্টোবর করোনা শনাক্ত হলে তারপর থেকে ২১ অক্টোবর পর্যন্ত তিনি কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।২৬ অক্টোবর সোমবার থেকে তিনি পুরোদমে অফিস শুরু করেছেন। সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সনাতন ধর্মাবলম্বীদের বিসর্জনের স্থান পরিদর্শন করে আইনশৃংখলার সার্বিক খোঁজ-খবর নেন। বিসর্জন যাতে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে করা যায় সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তার করোনামুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারে আমি নতুন, তারপরও এখানকার মানুষের ভালবাসায় আমি অভিভূত। অনেকেই আমাকে হাসপাতালে দেখতে গিয়েছে।

এ নিয়ে তার নিজস্ব ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমতে অবশেষে অদ্য ২৪ তারিখে আমার কোভিড-১৯ নেগেটিভ ফলাফল এসেছে। একটা আনপ্রেডিক্টেবল রোগ এটি। মানসিক এবং শারীরিকভাবে বেশ দুর্বল করে দেয়। সময়মতো চিকিৎসা শুরু করলে ঝুঁকি নাই। তবে রোগটি নিয়ে হেলাফেলা করলে জীবন বিপন্ন হয় এটা সবারই জানা। মানসিকভাবে যদি শক্ত থাকা যায় তাহলে ঝুঁকি কম। এ রোগে আমার অবশ্য শরীরের তাপমাত্রা কখনোই ৯৯ ডিগ্রির উপর উঠে নাই। কৃত্রিম অক্সিজেনও আমার প্রয়োজন পড়ে নাই। তবে বেশ কয়েকদিন মুখে কোন রুচি ছিলনা এবং স্বাদ/ গন্ধ পেতাম না। গত ২৩ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ হাসানুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো সংবাদ