করোনা: একদিনের মৃত্যু রেকর্ডে চীনকে ছাড়ালো স্পেন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৩-২৫ ১৯:২২:৫৪

করোনা: একদিনের মৃত্যু রেকর্ডে চীনকে ছাড়ালো স্পেন

নিউজ ডেস্ক:  করোনা ভাইরাসে স্পেনে গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। যা করোনা ভাইরাসে একদিনের মৃত্যুর রেকর্ডে উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেছে। চীনে করোনা ভাইরাসে একদিনে ৭শ জনের মৃত্যু হয়েছিলো।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত রোগী বেড়ে যাওয়ায় স্পেনে হাসপাতালগুলোতে ভীড় বাড়ছে। এছাড়া মৃতদের জন্য রাজধানী মাদ্রিদে অস্থায়ী মর্গ তৈরি করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো স্পেনেও স্বাস্থ্যকর্মীরা সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না দেয়ার অভিযোগ করেছেন। সুরক্ষা ব্যবস্থা না দেয়ায় দেশটিতে সরকারের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এদিকে স্পেনের উপ প্রধানমন্ত্রী কারমেন কারমেন ক্যালভো করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা প্রস্তুতি নিয়ে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইল্লা জানিয়েছেন, আগামী আট সপ্তাহে দেশটিতে ৪৬৭ মিলিয়ন ডলারের মাস্ক, পরীক্ষা কিট এবং গ্লাভস আনা হবে। এছাড়া দেশটিতে ১৫ দিনের লকডাউন চলছে । স্পেনে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৪শ ৩৪ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬শ ১০ জন।

আরো সংবাদ