করোনা ভাইরাস : কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২০-০৩-১৮ ১২:১৯:৪২

করোনা ভাইরাস : কক্সবাজারে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা

জসিম সিদ্দিকী, কক্সবাজার: করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। ১৮ মার্চ বিকাল ৫ টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে তিনি সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড় ছোট-বড় যানবাহনসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন। অপর দিকে, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, কক্সবাজার জেলায় কোথাও এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া যায়নি। তবে ৩ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনের উপর জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পর সৈকতে সমবেত সকল পর্যটকদের সরিয়ে নেয়া হয়েছে। ট্যুারিস্ট পুলিশের সদস্যরা বিকেল সাড়ে ৫ টার দিকে পর্যটকদের স্ব-স্ব হোটেলে ফেরত যেতে বলেন। সৈকত সংলগ্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন কক্সবাজার সৈকত একে বারে খালি। সৈকতে পর্যটকদের না নামতে বলা হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা জানিয়েছেন, কক্সবাজারে সকল প্রকার জনসমাগম ও পর্যটক আগমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনসাধারণের করণীয় সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক তথ্যাবলির প্রচারপত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসক বলেন, হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশনসহ সবধরনের জনাসমাগমের আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি আগত পর্যটকদের জনাকীর্ণ পরিবেশ এড়িয়ে দূরত্ব বজায় রেখে ভ্রমণের অনুরোধ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো: আমিন আল পারভেজ, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,বীচকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ