করোনা মহামারিতে ঘরমুখো মানুষের ভিড় - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০৫-২৪ ০৩:৫৯:২৩

করোনা মহামারিতে ঘরমুখো মানুষের ভিড়

অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের ঠিক দুই দিন আগে শনিবার যখন দেশে রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন তখনও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষদের গ্রামে যাওয়া বন্ধ করা যায়নি।

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ পরিবার নিয়ে গ্রামে ঈদ উদযাপনের লক্ষ্যে শনিবার সকালে পদ্মা নদী পার হচ্ছিলেন।

মারাত্মক সংকটের সময়েও এ অঞ্চলে উৎসব বরাবরই অগ্রাধিকার পেয়েছে এবং আজকের অবস্থায় এটি আবারও প্রমাণিত হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে দেয়া থেকে মানুষকে বিরত রাখতে কর্তৃপক্ষ প্রথমে ঈদযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মহাসড়কে যানবাহন কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করেছিল।

এর আগে মঙ্গলবার পদ্মায় মাওয়া ফেরি ঘাট এলাকা থেকে পুলিশ বাড়ি ফেরা লোকদের ফেরত পাঠিয়েছিল। কিন্তু শুক্রবার সরকার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নদীপথে ফেরি পরিষেবা চালু করে এবং মানুষকে নদী পার হতে এবং ঈদ উদযাপনের জন্য বাড়ি যেতে অনুমতি দেয়।

সেই সাথে সরকার তার কঠোর অবস্থান থেকে সরে এসে গণপরিবহন চলাচল স্থগিত রেখে ব্যক্তিগত যানবাহনে ঈদে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের দুই দিন আগে সারা দেশে প্রাইভেটকার ও মাইক্রোবাসে ঈদযাত্রার অনুমতি দেয়াকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।

শুক্রবার রাতে শাওয়াল চাঁদ দেখা না যাওয়ায় রবিবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আর শনিবার সন্ধ্যায় বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

বাংলাদেশে আজ পর্যন্ত ৩২ হাজার ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৫২ জন মারা গেছেন।

সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে হাজার হাজার মানুষ যখন ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছে তখন শনিবার দেশে রেকর্ড সংখ্যক ১ হাজার ৮৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১. শনিবার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নদীপথে ফেরি দিয়ে পদ্মা পার হচ্ছেন ঘরমুখো হাজার হাজার মানুষ।

২. মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে ফেরিতে উঠার সময় বাড়ি ফেরা মানুষদের আক্ষরিক অর্থে শারীরিক দূরত্ব বজায় রাখার কোনো সুযোগ ছিল না।

৩. করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে শনিবার সকালে মাওয়া ফেরি ঘাটে যেকোনো মূল্যে ফেরিতে উঠতে দেখা যায় ঘরমুখো মানুষদের।

৪. করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকির মধ্যে শনিবার পদ্মায় কয়েক হাজার মানুষ এবং কয়েকটি ব্যক্তিগত গাড়ি নিয়ে একটি ফেরি পার হচ্ছে।

৫. বাড়িতে ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে মাওয়া ফেরি ঘাটে এক বড় ভাইকে তার ছোট ভাইকে নিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে।

আরো সংবাদ