কাবাডিতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ - কক্সবাজার কন্ঠ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শুক্রবার

প্রকাশ :  ২০২১-০৪-০৩ ১০:০৫:১১

কাবাডিতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

কাবাডিতে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ

নিউজ ডেস্ক : নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। কাবাডিতে প্রথমবার কোন আন্তর্জাতিক টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের দল। বঙ্গবন্ধু কাপের ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।

জাতীয় খেলা কাবাডি অথচ এ খেলায় এতোদিন ছিলো না কোন আন্তর্জাতিক সাফল্য। দীর্ঘ পথচলা শেষে এলো কাঙ্ক্ষিত সাফল্য, তাও স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে। বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক আসরের অপরাজিত চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ।

স্বাগতিকদের এ জয়টি এসেছে অবিশ্বাস্যভাবে। ভলিবল স্টেডিয়ামে ফাইনালের চাপ শুরুতে নিতে পারেনি লাল-সবুজের দল। কেনিয়ার অতি আক্রমণাত্মক কৌশলের কাছে বারবার হোঁচট খেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষে স্বাগতিকরা পিছিয়ে ১৮-১০ পয়েন্টে।

বিরতিতে কোচের কথায় বদলে যায় বাংলাদেশ। ভিন্ন কৌশল আর পাল্টা আক্রমণে ঘুড়ে দাঁড়ায় লাল সবুজের দল। একচ্ছত্র আধিপত্যে ২ লোনাসহ ৩৪-২৮ পয়েন্টে বিজয়ের গল্প রচনা করে তুহিন-আরদুজ্জামানরা।

বাংলাদেশের কোচ সাজুরাম গয়াত বলেন, সেরা দল হিসেবেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ছেলেদের প্রতি আমার বিশ্বাস ছিলো। সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছে তারা। আশা করি ভবিষ্যতে বাংলাদেশ তাদের হারানো গৌরব ফিরে পাবে।

আরো সংবাদ