কারাবন্দি ইয়াবা ডন শাহজাহান চেয়ারম্যানকে পদ থেকে বরখাস্ত - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৬-০৯ ১৫:৫২:১১

কারাবন্দি ইয়াবা ডন শাহজাহান চেয়ারম্যানকে পদ থেকে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : মাদক মামলায় আদালতে চার্জ গঠন হওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। শাহজাহান মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন ইয়াবা গডফাদার। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ ছিল। ৭ জুন কক্সবাজারের জেলা প্রশাসক বরাবরে প্রেরিত স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানান টেকনাফের ইউএনও সাইফুল ইসলাম।

শাহজাহান মিয়া ছাড়াও তার বাবা টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম এবং ভাই দিদার মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার। গত ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফে অনুষ্ঠিত প্রথম দফায় ১০২ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারিদের সঙ্গে দিদার মিয়া আত্মসমর্পণ করলেও তাদের বাবা জাফর আলম পলাতক রয়েছে।

টেকনাফের ইউএনও সাইফুল বলেন, মাদক মামলার আসামী টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হওয়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রেরিত সাময়িকভাবে বরখাস্তের একটি চিঠি ৭ জুন কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করেছে। এর একটি অনুলিপি উপজেলা প্রশাসনের কাছেও পৌঁছেছে।

বিগত ২০১৯ সালের ২৮ জুলাই টেকনাফ থানায় দায়েরকৃত ফৌজদারি মামলা নম্বর ৯৩ ও ৯৪ এর অভিযোগপত্র পুলিশ ৩ মাস পর আদালতে দাখিল করেন। সম্প্রতি আদালত ওই ২ টি মামলার চার্জ গঠন করেছে।

মামলায় অভিযুক্ত প্রমানিত হওয়ায় ইউনিয়ন পরিষদে তার ক্ষমতা প্রয়োগ সমীচিন মনে না করায় সরকার তাকে সাময়িকভাবে বহিস্কার করেছে বলে জানান ইউএনও। পুলিশ জানিয়েছে, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া একজন চিহ্নিত ইয়াবা কারবারি। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত একজন ইয়াবা গডফাদার। পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর মাদক বিরোধী অভিযানের মুখে শাহজাহান মিয়া ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত ২০১৯ সালের ২৫ জুলাই যশোর সীমান্তের বেনাপোল পয়েন্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করে। পরে ২ দিন পর তাকে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিলে তার বাড়ীতে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে পুলিশ শাহজাহান মিয়ার বাড়ী থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫০ হাজার ইয়াবা ও ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ ২০১৯ সালের ২৮ জুলাই রাতে মাদক ও অস্ত্র আইনে শাহজাহান মিয়ার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করে।

আরো সংবাদ